বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী : জনপ্রশাসন মন্ত্রণালয় রংধনু গ্রুপের রফিক ও মিজানের ফাঁসির দাবিতে মানববন্ধন না ফেরা পুলিশ সদস্যদের আর সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন মামলায় মানিক-সালমান-পলক-মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে আরো ২২ আনসার গ্রেপ্তার, রিমান্ডে ৭ জন পণ্য রপ্তানির আড়ালে ১০০০ কোটি টাকা পাচার বেক্সিমকোর আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু ও রোগী বেড়েছে দ্বিগুণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার: সেনাবাহিনী কী কী করতে পারবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর অভিযান, আটক ৫ গাজা যুদ্ধের ইতি টানার আহ্বান জানালেন কমলা পেজার বিস্ফোরণে আরো প্রকট হলো মধ্যপ্রাচ্য সংকট ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে সময় বেঁধে দিচ্ছে জাতিসংঘ ক্রোয়েশিয়ার জালে ব্রাজিলের ৮ গোল লিভারপুল, রিয়াল মাদ্রিদের জয়

বিএনপির সঙ্গে বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : আগস্ট ৯, ২০২৪
বিএনপির সঙ্গে বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি

বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে শুরু হয়।

বৈঠক বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।

বৈঠক শেষে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, গত রাতে ড. ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। তার সরকারের প্রতি ইউনাইটেড ন্যাশন পূর্ণ সমর্থন জানিয়েছে। এরই অংশ হিসেবে আমরা সকল রাজনৈতিক দল, সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে আলাপ করছি। আগামী বাংলাদেশ গড়ার জন্য কীভাবে জাতিসংঘ সহযোগিতা করতে পারে। এছাড়াও এই আন্দোলনকে ঘিরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ইনভেস্টিগেশনে জাতিসংঘ কীভাবে সহযোগিতা করতে পারে। পাশাপাশি আগামী নির্বাচনের আগ পর্যন্ত বাংলাদেশে ডেভেলপমেন্টে জাতিসংঘ কি ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

গোয়েন লুইস বলেন, জাতিসংঘ সব সময় আলোচনায় বিশ্বাস করে। বাংলাদেশের গত কিছু দিনে যে সকল ঘটনা ঘটেছে তা অন্য স্বাভাবিক সময়ের মতো না। সকলের এখন সহিংসতা থেকে সরে এসে শান্তি স্থাপনের জন্য কাজ করা উচিত। পাশাপাশি অর্থনীতির উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সঙ্গী যারা আছে তাদের মধ্যে এক প্রকার দ্বিধা-দ্বন্দ্ব ছিল দেশের পরিস্থিতি নিয়ে। আজ এই বৈঠকের মাধ্যমে সকলের সেই শঙ্কা কেটে গেছে। ফলে আমরা সবাই মিলে কীভাবে আগামী দিনের বাংলাদেশ গড়তে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে।

জাতিসংঘ ও দেশের সকলকে নিয়ে একসঙ্গে একটি নতুন বাংলাদেশ গড়ার ইচ্ছার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই দিন দেশত্যাগ করে ভারতে চলে যান টানা চারবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


এ বিভাগের অন্যান্য সংবাদ