বিএনপির সমাবেশে জনগণের উপস্থিতি দেখে অস্তিত্ব নিয়ে ভয়ে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব বলেন তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, সরকারের অদক্ষতার কারণে তাদের জনসমর্থন দ্রুত নেমে যাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়নি বলে, জনগণকে গুরুত্ব দিচ্ছে না তারা। প্রতিনিয়ত শেয়ার মার্কেট লুট হচ্ছে, ব্যাংক খালি হচ্ছে।
আওয়ামী লীগ ভবিষ্যতের বিপদকে ভয় পাচ্ছে, তবে জনগণ জাগলে কোন বাধাই মানবে না বলেও মন্তব্য করেন তিনি।