নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তাব শোনার জন্য সংলাপের প্রয়োজন, বলছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এবারের সংলাপ হবে খোলামেলা। সেখান থেকেই সমাধান আসবে বলে আশা তাদের। নির্বাচন নিয়ে বিএনপি দেশের সংবিধান অনুযায়ী কোনো প্রস্তাব দিলে বিবেচনার আশ্বাস আওয়ামী লীগের।
নির্বাচনের বাকি নয় মাস, এখনও বিপরীতমুখি অবস্থান আওয়ামী লীগ-বিএনপির। যা নিয়ে অনেক দিন ধরেই চলছে আলোচনা, সমালোচনা।
উন্নয়ন সহযোগী ও দাতা দেশগুলো চায় জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ। এলক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের কয়েকটি দেশের প্রতিনিধিরা দিচ্ছেন নানা পরামর্শ। ফেব্রুয়ারিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা দিয়ে গেছে ইউরোপীয় ইউনিয়নও।
এ পরিস্থিতিতে বিএনপিকে নিয়ে কিছুটা নমনীয় আওয়ামী লীগ। ভোটে আনতে সংলাপে বসতেও রাজি।
আওয়ামী লীগ নেতারা বলেন, নির্বাচন নিয়ে সব দলের সাথে সমঝোতার আশ্বাস দেয়া হয়েছে ইইউকে। ভোট নিয়ে কোনো প্রশ্নের মুখোমুখি হতে চান না তারা।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, সংলাপ নিয়ে শিগগিরই দৃশ্যমান তৎপরতা শুরু হবে। অতীতের মতো এবার ফলহীন আলোচনার সুযোগ নেই।
তবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আবদুর রহমান জানান, বিএনপির সাথে সংলাপে বসলেও নির্বাচন নিয়ে সমঝোতা হতে হবে সংবিধানসম্মত।