বিএনপি অগ্নিসন্ত্রাস করে ক্ষমতায় যায়নি, যাবেও না: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অগ্নিসন্ত্রাসের মূলহোতা আওয়ামী লীগ। তাদের লোকেরাই এর সঙ্গে জড়িত। বিএনপি অগ্নিসন্ত্রাস করে কখনো ক্ষমতায় যায়নি, ভবিষ্যতেও যাবে না।’ বুধবার (৯ নভেম্বর) বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংলাপে এসব বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, চলমান আন্দোলনে ভীত হয়ে আগুন সন্ত্রাসের কথা বলছে আওয়ামী লীগ। ভাড়া করেও সভা-সমাবেশে লোক আনতে পারছে না আওয়ামী লীগ। এদিকে গণপরিবহন বন্ধ করেও বিএনপির সসমাবেশে জনস্রোত ঠেকাতে পারছে না সরকার।

তিনি বলেন, রিজার্ভ ফাঁকা, চরম লোডশেডিং আর চালের দামের দিকে নজর দিলেই সরকারের সীমাহীন দুর্নীতির প্রমাণ মেলে। সরকারের জনসমর্থন নেই বলেই তারা বিএনপির গণজোয়ারকে ভিন্ন খাতে নিতে আগুনসন্ত্রাসের কথা বলছে। অবিলম্বে তাদের সবকিছুই তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করেছে এই সরকার। কায়দা করে এক দলীয় শাসন কায়েম করেছে তারা। অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার মতো সামর্থ নেই সরকারের।

তিনি আরও বলেন, সবার সঙ্গে কথা বলে আমরা একমত হয়েছি, গণ অভ্যত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ ইসি গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। নির্বাচনের পর আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

নিউজটি শেয়ার করুন

বিএনপি অগ্নিসন্ত্রাস করে ক্ষমতায় যায়নি, যাবেও না: ফখরুল

আপডেট সময় : ১১:১৯:৪৬ অপরাহ্ণ, বুধবার, ৯ নভেম্বর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অগ্নিসন্ত্রাসের মূলহোতা আওয়ামী লীগ। তাদের লোকেরাই এর সঙ্গে জড়িত। বিএনপি অগ্নিসন্ত্রাস করে কখনো ক্ষমতায় যায়নি, ভবিষ্যতেও যাবে না।’ বুধবার (৯ নভেম্বর) বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংলাপে এসব বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, চলমান আন্দোলনে ভীত হয়ে আগুন সন্ত্রাসের কথা বলছে আওয়ামী লীগ। ভাড়া করেও সভা-সমাবেশে লোক আনতে পারছে না আওয়ামী লীগ। এদিকে গণপরিবহন বন্ধ করেও বিএনপির সসমাবেশে জনস্রোত ঠেকাতে পারছে না সরকার।

তিনি বলেন, রিজার্ভ ফাঁকা, চরম লোডশেডিং আর চালের দামের দিকে নজর দিলেই সরকারের সীমাহীন দুর্নীতির প্রমাণ মেলে। সরকারের জনসমর্থন নেই বলেই তারা বিএনপির গণজোয়ারকে ভিন্ন খাতে নিতে আগুনসন্ত্রাসের কথা বলছে। অবিলম্বে তাদের সবকিছুই তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতি ধ্বংস করেছে এই সরকার। কায়দা করে এক দলীয় শাসন কায়েম করেছে তারা। অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার মতো সামর্থ নেই সরকারের।

তিনি আরও বলেন, সবার সঙ্গে কথা বলে আমরা একমত হয়েছি, গণ অভ্যত্থানের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ ইসি গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। নির্বাচনের পর আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।