বিএনপি নেতা ইশরাকের জামিন নামঞ্জুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ৩৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আবেদন নামঞ্জুর করেন। ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচি পালন করছিল।

সেখান থেকে দুপুরে ইশরাককে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেছিলেন, ২০২০ সালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ইশরাক হোসেন। এ কারণে বিশেষ ক্ষমতা আইন ১৫(৩) ধারা সহ আরও কয়েকটি ধারায় মামলা ছিল তার বিরুদ্ধে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির সাবেক নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি নেতা ইশরাকের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৭:৫০:৫৩ অপরাহ্ণ, বুধবার, ৬ এপ্রিল ২০২২

মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আবেদন নামঞ্জুর করেন। ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচি পালন করছিল।

সেখান থেকে দুপুরে ইশরাককে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এনামুল হক মিঠু বলেছিলেন, ২০২০ সালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন ইশরাক হোসেন। এ কারণে বিশেষ ক্ষমতা আইন ১৫(৩) ধারা সহ আরও কয়েকটি ধারায় মামলা ছিল তার বিরুদ্ধে।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির সাবেক নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গত নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।