অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সকালে রাজধানীর মতিঝিল এলাকায় নিত্যপণ্যের উর্ধ্বগতির প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করার সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়।
২০২০ সালে মতিঝিল থানায় দায়ের করা অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মতিঝিল থানা পুলিশ। ইশরাককে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইশরাক হোসেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। অবিভক্ত ঢাকার সাবেক মেয়র বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক।