বিএনপির কোনো সমাবেশেই আওয়ামী লীগ বাধা দিচ্ছে না, তবে আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ (শুক্রবার) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত দু’দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি পালাবার পথ পাবে না। আওয়ামী লীগের নেতারা কেউ পালায় না। প্রয়োজনে জেলে যাবে, তবুও পালানোর পথ খোঁজে না আওয়ামী লীগ। তাদের (বিএনপি) নেতা মুচলেকা দিয়ে কাপুরুষের মতো পালিয়েছে।