সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানালেন ভক্তরা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ ছাড় পাবে না: উপদেষ্টা নাহিদ দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ রোনালদোর গোল, পর্তুগালের টানা তৃতীয় জয় ২৩ অক্টোবরের মধ্যে হজের নিবন্ধন করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের শুধু ছাত্রদের আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই : গয়েশ্বর আওয়ামী লীগের বিচার হবে তাঁদের করা আইনেই: জামায়াতের আমির অশ্রুসিক্ত নয়নে দুর্গাকে বিদায় পশ্চিবঙ্গের মানুষের সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যা পাকিস্তানে দুই গোত্রের সহিংসতায় নিহত ১১ লেবাননের গ্রামে ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাল হিজবুল্লাহ সৌদি আরব ও আমিরাতের কাছে আমেরিকার আরও অস্ত্র বিক্রি অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

বিএনপি লাঠিসোঁটা ও অগ্নি-সন্ত্রাসের আভাস দিচ্ছে, সেটা ভালো লক্ষণ নয়: কাদের

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৩, ২০২২
নির্বাচন হতে না দেয়ার আস্ফালন করে লাভ নেই: কাদের

আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিব সমাবেশে লাখ লাখ বলে মন কলা খাচ্ছে। কয়েক হাজার হলেই বলে লাখ লাখ মানুষ। খুলনায় লাখের কাছাকাছিও মানুষ হয়নি তাদের। নির্বাচন ছাড়া সেইফ এক্সিটের কোনো কারণ নেই। জনগণ চাইলে আওয়ামী লীগ বিদায় নেবে।

রোববার (২৩ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় বলেন, বিএনপি লাঠিসোঁটা আর অগ্নি-সন্ত্রাসের আভাস দিচ্ছে, সেটা ভালো লক্ষণ নয়। আওয়ামী লীগ নয়, পালাবার দল বিএনপি। বিএনপির কর্মসূচি ঘিরে বাস বন্ধ করা সরকারের নির্দেশ নয়, বাস চালকদের নিজস্ব সিদ্ধান্ত।

তিনি বলেন, নিজেদের অতীতকে ভুলে যাবেন না, কথায় কথায় পালাবার পথ নেই, আওয়ামী লীগ পালাবে না। যিনি দেশে, ফখরুল সাহেবেরই সেইফ এক্সিট দরকার। পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে, পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি যাদের কাছে নালিশ করে, তাদের কোন দেশে তত্ত্বাবধায়ক আছে বলে জানতে চান তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকারে ভূত মাথা থেকে নামাতে হবে। নির্বাচনে আসেন, জনগণ যদি আপনাদের চায় আপনারা ক্ষমতায় আসেন। খুলনায় লাখের কাছাকাছিও মানুষ হয়নি, কয়েক হাজার হলেই বলে লাখ লাখ। পাল্টাপাল্টি কর্মসূচিতে আওয়ামী লীগ নাই, বিএনপির সঙ্গে কোন পাল্লা নয় বলেও জানান তিনি।


এ বিভাগের অন্যান্য সংবাদ