ক্রোশিয়ান নারী ফুটবলার আনা মারিয়া মার্কোভিচ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকিনি পরা ছবি পোস্ট করে দারুণ বিপাকে পড়েছেন। এর জন্য তাকে অশ্লীল ও বাজে মন্তব্যের শিকার হতে হয়েছে।
মার্কোভিচ এক সাক্ষাৎকার এই বিষয়ে বলেন, ‘বিকিনি পরা ছবিগুলোর জন্য খুবই কুরুচিকর মন্তব্য পাচ্ছি। এর মধ্যে এমন কিছু লোক আছে, যারা ম্যানেজারের ভান ধরেছে। তবে আমি জানি তারা আমার কাছে কী চায়। তারা কোনো দিন আমাকে ফুটবল খেলতে দেখেনি, শুধু বাইরের দিকে তাকায়। এটি খুবই দুঃখের বিষয়। আমি জানি না একজন মানুষ কেন এমনটা করে।’
মার্কোভিচ গত বছর ক্রোশিয়া জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন। ২২ বছর বয়সী এই ফুটবলার এখন পর্যন্ত দেশটির হয়ে পাঁচ ম্যাচের গোল করেছেন একটি। এছাড়া সুইস ক্লাব গ্রাসহোপারের হয়ে ২০২০ সাল থেকে খেলে যাচ্ছেন এই এ ফরোয়ার্ড।
তবে মাঠের চেয়ে মাঠের বাইরে আলোচিত এই সুন্দরী ফুটবলার। নিজের গ্ল্যামার লুকের জন্য বেশ কয়েকবার ইউরোপের গণমাধ্যমগুলোতে হয়েছেন শিরোনাম। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তার অনুসারীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত।
মার্কোভিচ আরও বলেন, ‘কিছু বার্তা এমন এসেছে যে তারা আমাকে খাবার পরিবেশন করতে চায়। আবার অনুশীলনের পর আমার জুতাও পরিষ্কার করে দিতে চায়।’