বিদেশ থেকে টাকা এনে বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৫ই নভেম্বর) কুমিল্লা টাউনহল মাঠে মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে বক্তব্যকালে এ অভিযোগ করেন তিনি।
বিএনপি টাকা দিয়ে লোক ভাড়া করে জনসমাগম করছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনবিচ্ছিন্ন একটি দল। দেশের জনগণ তাদের পাশে নেই। তাদের জ্বালাও পোড়াও এখন আর মানুষ পছন্দ করে না।
বরিশালে বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আগুন সন্ত্রাসের ভয়ে পরিবহন মালিকরা বরিশালে গাড়ি বন্ধ রেখেছে।
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় দুর্যোগের নাম বিএনপি। তাদের ক্ষমতা দখলের স্বপ্ন রঙিন খোয়াব ছাড়া আর কিছুই নয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম , প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ আরও অনেক নেতারা।