নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আরেক দফা বিদ্যুতের দাম বাড়ানোর সরকারের সিদ্ধান্ত গণবিরোধী বলে বলে মনে করে বিএনপি।
আজ (বুধবার) দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আইএমএফ থেকে নেয়া ঋণের শর্ত পূরণের জন্য বেআইনীভাবে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীনরা।
তিনি বলেন, সরকার দেশে বিভাজনের রাজনীতি করছে। মানুষের অধিকার ফিরিয়ে আনতেই আন্দোলন করছে বিএনপি। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই সরকার পতনের হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।