কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৬ আগস্ট) সাড়ে ১২টার দিকে ভৈরবের রেলওয়ে পাওয়ার হাউসের হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেব কুমার (১৪), মিলন লাল (৩৫) ও মোবারক (২৪) ।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ভৈরব পৌরসভার হরিজন সৌর বিদ্যুতের একটি খুঁটি নিজেরা সরানোর কাজ করছিল। এ সময় রেলওয়ের বিদ্যুতের লাইনের তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছয় জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
আহত অন্য তিনজনের মধ্যে একজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে ভৈরবের হাসপাতালে ভর্তি করা হয়েছে।