বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী। রাজশাহী জেলা স্টেডিয়ামে পুলিশ ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে মারুফুল হকের শিষ্যরা। ম্যাচের শুরুতেই মোহাম্মদ আল আমিনের গোলে এগিয়ে যায় পুলিশ ক্লাব। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে চট্টগ্রামের আকাশী নীলরা। ৮৪ মিনিটে স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান পিটার।
৮৬ মিনিটে কেহিন্দের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে জালাল মিয়ারা। সিলেটে আরেক খেলায় রহমতগঞ্জকে ৫-১ গোলে হারিয়েছে মোহামেডান। এছাড়া গোপালগঞ্জে সাইফ স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদের খেলা ৩-৩ গোলে ড্র হয়েছে।