সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন ‘আ’লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার’ ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি’ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা পরামর্শের ভিত্তিতে গঠন হবে গণমাধ্যম সংস্কার কমিশন : তথ্য উপদেষ্টা দুর্গাপূজায় শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটালেই ব্যবস্থা: আইজিপি দক্ষিণ এশিয়ায় এলপিজির সবচেয়ে বেশি দাম বাংলাদেশে নতুন মামলায় গ্রেপ্তার হাজী সেলিম-সৈকত-মানিক সামিট গ্রুপের আজিজ খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ ভিন্ন থিমে কলকাতার পূজা আয়োজন, থাকবে প্রতিবাদের ভাষা ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে যে প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজ করবে না মালদ্বীপ: মুইজ্জু বার্সেলোনার দুর্দান্ত জয় ফাইনালে আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সাবেক এনবিআর চেয়ারম্যান ও মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার

বিরল রেকর্ডের অপেক্ষায় সাকিব

স্পোর্টস ডেস্ক
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২৪
বল হাতে সাকিব স্পর্শ করলেন অনন্য মাইলফলক

টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অর্জন কী- এটার উত্তর খুঁজতে খুব বেশি অতীত হাতড়ানোর দরকার নেই। কয়েকদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করে এসেছেন নাজমুল হোসেন শান্তরা। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত এর চেয়ে আর বড় অর্জন কী হতে পারে বাংলাদেশের!

দলের জন্য স্বপ্নের মতো একটা সিরিজ গেলেও সাকিব আল হাসানের জন্য সে সিরিজটা মিশ্র অনুভূতিরই ছিল। দুই টেস্টে ব্যাট হাতে মাত্র ৩৮ রান করেছেন, বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তবে সংখ্যাগুলো অনেক কিছু বললেও সবকিছু বলছে না। প্রথম টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে মেহেদি হাসান মিরাজের ৪ উইকেটের পাশাপাশি সাকিবের ৩ উইকেটই বাংলাদেশকে টেস্ট জয়ের পথে নিয়ে গিয়েছিল।

এই মিশ্র অনুভূতি নিয়েই এবার ভারতের বিপক্ষে সিরিজে নামছেন সাকিব। দুই টেস্ট ও তিন টোয়েন্টি খেলতে এরই মধ্যে ভারত সফরে গেছে বাংলাদেশ দল। আগামী পরশু, অর্থাৎ ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে যাচ্ছে দুদলের প্রথম টেস্ট। সাকিবের জন্য সে ম্যাচটি হতে পারে বিরল এক কীর্তি গড়ার সুযোগও, যে কীর্তি এর আগে গড়তে পেরেছেন মোটে চার জন।

কী সেই রেকর্ড? টেস্টে অন্তত ৪ হাজার রানের পাশাপাশি ২৫০ উইকেট নিয়েছেন শুধু জ্যাক ক্যালিস, কপিল দেব, ইয়ান বোথাম ও ড্যানিয়েল ভেট্টোরি। এলিট এ তালিকায় নাম যোগ করতে সাকিবের দরকার মাত্র ৮ উইকেট।

দীর্ঘ প্রায় দেড় যুগের টেস্ট ক্যারিয়ারে ৬৯টি টেস্ট খেলেছেন সাকিব। এর মধ্যে ব্যাট হাতে ৪ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন আগেই। ৩৮.৫০ ব্যাটিং গড় নিয়ে এ মুহূর্তে সাকিবের টেস্ট রান ৪৫৫৩। অন্যদিকে লাল বলে ৩১.৩১ গড়ে সাকিব উইকেট শিকার করেছেন ২৪২টি।

৪০০০ রান ও ২৫০ উইকেটের এলিট এ ক্লাবে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস। তালিকার দুইয়ে ভারতের সাবেক অধিনায়ক কপিল দেব। পরের দুটি অবস্থানে আছেন ইয়ান বোথাম ও ড্যানিয়েল ভেট্টোরি।

কয়েকদিন আগে অবশ্য ভেট্টোরির থেকে একটি রেকর্ড কেড়ে নিয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে বাঁহাতি স্পিনার হিসেবে ভেট্টোরিকে (৭০৫ উইকেট) দুইয়ে ঠেলে দিয়ে শীর্ষে উঠেছেন সাবেক বাংলাদেশি অধিনায়ক (৭০৮ উইকেট)। এবার অলরাউন্ডারের বিরল রেকর্ডে ভাগ বসানোর পালা।


এ বিভাগের অন্যান্য সংবাদ