আগামী জাতীয় সংসদ নির্বাচনও একতরফাভাবে করার কৌশল নিয়ে সরকার এগুচ্ছে বলে দাবি করেছে বিএনপি। এজন্য আইনশৃংখলাবাহিনী ও বিচারবিভাগকে ব্যবহার করে বিরোধীদল নির্মূলের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশরক্ষায় সরকারকে হটানোর কোন বিকল্প দেখছেন না তারা।
সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে আজ শুক্রবার (৮ এপ্রিল) এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে সম্প্রতি দলের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইশরাক হোসেনকে গ্রেপ্তারের নিন্দা ও ক্ষোভ জানান বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ শূণ্য করতে বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও ভয়ভীতি দেখানোর পুরনো কৌশল নিয়েছে সরকার।
মির্জা ফখরুল জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারাদেশে বিএনপি নেতাদের নামে মামলা করা হচ্ছে। মুখে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হলেও সে পথ সরকারই বাধাগ্রস্ত করছে বলে দাবি করেন তিনি।
গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।