বৃত্তান্ত প্রতিবেদক: কওমি মাদ্রাসাভিত্তিক ওয়াজ মাহফিলের বক্তাদের সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে শনিবার জানিয়েছেন সংগঠনের কোষাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান আশরাফী।
সংগঠন সূত্রে জানা গেছে, রাবেতাতুল ওয়ায়েজিনের নেতারা উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করে ‘ধর্মীয় আলোচক, মুফাসসির ও বক্তাদের’ অরাজনৈতিক সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করেন।
শনিবার এক ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এই বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয় ও পরে নতুন এই ঘোষণা আসে।
দেশের ওয়ায়েজ, কোরআনের মুফাসসির ও ধর্মীয় আলোচকদের সমন্বয়ে ২০১৯ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। বিতর্কিত ইসলামী বুদ্ধিজীবী মামুনুল হক ও খালিদ সাইফুল্লাহ এ সংগঠনের উদ্যোক্তা হিসেবে পরিচিত।
সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা পরিস্থিতি ও দেশের বিভিন্ন দুর্যোগে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা সমাজসেবামূলক কাজ করেছে আলেম-ওলামাদের এই সংগঠনটি। সম্প্রতি সংগঠনটি এবং এর নেতৃবৃন্দ অপপ্রচারের শিকার হন। যে কারণে নেতারা মনে করছেন বর্তমান প্রেক্ষাপটে সংগঠনটির তেমন কোনও ভূমিকা রাখার সুযোগ নেই।
এতে বলা হয়, এ অবস্থায় সংগঠনের প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ও সকল সদস্যের পরামর্শে এই বিলুপ্তি ঘোষণা করা হচ্ছে।
বৈঠকে অংশ নেন সভাপতি আব্দুল বাসেত খান, সহ-সভাপতি লোকমান সাদী, মহাসচিব হাসান জামিল, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান আশরাফী ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মাইজি প্রমুখ।
২০১৯ সালের ২৮ সেপ্টেম্বর ‘ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ’র নাম পরিবর্তন করে ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামকরণ করা হয়। সংগঠনটির পুরনো কমিটি ভেঙে আব্দুল বাসেত খান সিরাজীকে সভাপতি ও হাসান জামিলকে সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়।
বক্তাদের সুসংগঠিত করার পেছনে বর্তমানে কারাবন্দি মামুনুল হক ভূমিকা রেখেছিলেন বলে সংগঠনের নেতারা জানান। তিনি বিলুপ্ত কমিটির উপদেষ্টার দায়িত্বে ছিলেন।