দুই বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ভারতশাসিত জম্মু ও কাশ্মীর সফরে গেলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মূলত ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর রবিবারই (২৪ এপ্রিল) প্রথম উপত্যকাটিতে গেলেন তিনি।
তবে মোদীর সফরের আগেই ফের বিস্ফোরণ হয়েছে জম্মুতে। রোববার মোদীর সভাস্থল থেকে মাত্র ১২ কিমোমিটার দূরে ঘটে ভয়াবহ ওই বিস্ফোরণ।
এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে জম্মু ও কাশ্মীরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জম্মু অঞ্চলে বিজেপি আয়োজিত একটি অনুষ্ঠানে মোদীকে স্বাগত জানাতে হাজার হাজার লোক জড়ো হয়েছেন।
মূলত ভারতের জাতীয় পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে রোববার কাশ্মীর সফর করছেন নরেন্দ্র মোদি। পঞ্চায়েত রাজ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। তৃণমূলের গণতন্ত্রকে স্মরণ করতেই ভারতে এই দিবস পালন করা হয়ে থাকে।
সংবাদমাধ্যম বলছে, সভাস্থল থেকে সমগ্র ভারতের গ্রাম সভার উদ্দেশে ভাষণ দেবেন মোদী। একই সঙ্গে বিভিন্ন খাতে ২০ হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। যার মধ্যে বানিহল-কাজিগন্দ টানেল, দিল্লি-অমৃতসর-কাটরা এক্সপ্রেসওয়ে এবং রাতলে ও কৌর হাইড্রো-ইলেকট্রিক প্রকল্প রয়েছে।
এছাড়া পানি সংকট মেটাতে বিশেষ প্রকল্প ‘অমৃত সরোবরে’র উদ্বোধনও করবেন মোদি। এ নিয়ে টুইটারে দেওয়া এক বার্তায় মোদী বলেন, ‘পানির প্রতিটি বিন্দুকে সংরক্ষিত রাখা এবং পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই অমৃত সরোবর উদ্বোধনের অধীর অপেক্ষায় আছি। এর মাধ্যমে প্রতি জেলার মোট ৭৫টি জলাশয় পুনরুদ্ধার করা সম্ভব হবে।’
এদিকে ৩৭০ ধারা অর্থাৎ কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমবার জম্মু-কাশ্মীর সফরের আগেই জম্মুতে ফের বিস্ফোরণ হয়েছে।
পুলিশ জানিয়েছে, জম্মুর বিশনার লালিয়ানায় মাঠের মধ্যে রোববার বিস্ফোরণ হয়। পরে গ্রামবাসীরাই খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এই ঘটনার সঙ্গে এখনও পর্যন্ত বিচ্ছিন্নতাবাদীদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেই দাবি করেছে পুলিশ।
পুলিশের ধারণা, বজ্রপাত কিংবা উল্কাপাত হওয়ায় মাঠের বিরাট একটি অংশে গর্ত সৃষ্টি হয়েছে। তবে বিস্ফোরণের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সফরের আগেই গত শুক্রবার জম্মুর সুঞ্জওয়ায় সিআইএসএফের বাসে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। বাস লক্ষ্য করে গ্রেনেড, গুলিবর্ষণও করে তারা। এই ঘটনায় এক সিআইএসএফ জওয়ান নিহত হয়।
এই ঘটনায় মোদির সফরের আগেই জম্মুতে নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছিল। কিন্তু এরপরও ভারতীয় প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা গোটা নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন।