বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের বাজার আবারও বাড়লো সোনার দাম আইএমএফের ঋণের চতুর্থ কিস্তির অনুমোদন পেছালো বিশ্ব সরকার সম্মেলনে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস প্লে-অফ দৌড়ে ৭ ছক্কায় টিকে রইল ঢাকা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাতে রোহিঙ্গা ইস্যু স্থানীয় নয়, জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ তীব্র সমালোচনার পর যেসব খাতে প্রত্যাহার হলো ভ্যাট মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি, নেই পিএসজির ম্যাচে

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ৬, ২০২২
বিশ্বকাপের আগে ইনজুরিতে মেসি, নেই পিএসজির ম্যাচে

প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ। চলতি ম্যাচে ২০ তারিখ মাঠে গড়াবে এ মহাযজ্ঞ। হাতে সময় মাত্র ১৫ দিন। এবারের আসরে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচাতে চায় দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে একের পর এক চোট ভাবিয়ে তুলছে দলটিকে। দিবালা-ডি মারিয়া-লো সোলসোর পর এবার ইনজুরিতে পড়েছেন দলের সেরা তারকা লিওনেল মেসি।

যদিও মাস খানেক আগে গোড়ালির চোটে আক্রান্ত হয়েছিল মেসি। পুনরায় সে চোট নাড়া দেয়ায় পিএসজির হয়ে লিগ ওয়ানের ম্যাচে লরিয়েন্টের বিপক্ষে থাকছেন না এ সুপারস্টার।

লা পুল্গার চোটের খবরের সত্যতা নিশ্চিত করেছে তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। শনিবার এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে ইনফ্লেমড অ্যাকিলিস টেন্ডনের (গোড়ালির চোট) জন্য মেসির চিকিৎসা চলবে। আগামী সপ্তাহ থেকে সে দলীয় অনুশীলন শুরু করবে।

চলতি মৌসুমে ফরাসি জায়ান্টদের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। ইতোমধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে তার নামের পাশে যোগ হয়েছে ১২ গোল ও ১৪ অ্যাসিস্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

অবশ্য ইনজুরির কারণে লরিয়েন্টের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক কাইল নাভাসকেও পাবে না পিসজি। এছাড়া কিমবাপ্পে ও ফেবিয়ান রুইজও পড়েছেন চোটে।

২০০৬ সালে বিশ্বকাপ অভিষেক হওয়ার পর মেসি এখন পর্যন্ত বিশ্ব আসরে খেলেছেন মোট ৪ বার। তাতে একবারও শিরোপার দেখা পাননি বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এ তারকা। ২০১৪ সালে একবার ফাইনাল পর্যন্ত গেলেও শেষমেষ জার্মানির সঙ্গে হেরে রানার্সআপ হয় আলবিসেলেস্তেরা।

উল্লেখ্য, লিওনেল মেসির হাত ধরেই কোপা আমেরিকার শিরোপা খরা কাটিয়েছে আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলকে একমাত্র গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। ২০১৯ সালের পর থেকে এখনও ৩৫ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা।


এ বিভাগের অন্যান্য সংবাদ