বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম পুতুল, টিউলিপসহ সাতজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ ৪ বছর করার সুপারিশ ‘দুইবারের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না’ সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা বা‌হিনীর যারা বাড়াবাড়ি করেছে তাদের ধরা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নেতৃত্বদানে অগ্নিপরীক্ষার সামনে ডোনাল্ড ট্রাম্প উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন বদলি তারকার গোলে লিভারপুলের ড্র দুই গোলে এগিয়ে থেকেও জয়হীন ম্যানসিটি ছাগলকাণ্ডে জড়িত মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ‘ডেসটিনির এমডি রফিকুলের মুক্তিতে বাঁধা থাকছে না’ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ও তারেকসহ সব আসামি খালাস

বিশ্বকাপে পর্তুগালসহ সব দেশকে হারাতে চান নেইমার

রিপোর্টারের নাম :
আপডেট : মে ১৮, ২০২২

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি এখনো ১৮৭ দিন। এরই মধ্যে দলগুলো নিজেদের গোছাতে শুরু করেছে। আগামী নভেম্বরে মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। আর এ সমাপ্তি ঘটবে ডিসেম্বরে ফাইনালের মধ্য দিয়ে।

কোন দল চ্যাম্পিয়ন হবে, কোন দল শিরোপার রেসে ফেভারিট এ নিয়ে ইতোমধ্যে তর্ক শুরু হয়ে গেছে। বিশ্বকাপ শুরুর আগেই নিজ নিজ দেশের হয়ে কথার লড়াইয়ে মাঠে নেমেছেন ফুটবলাররা। ব্যতিক্রম নন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারও। এবার তিনি বললেন বিশ্বকাপে পর্তুগালসহ সব দলকেই হারিয়ে শিরোপা জিততে চান তিনি।

কিন্তু নেইমার বিশ্বকাপে পর্তুগালকে হারাতে চান কেনো বললেন এমন প্রশ্ন থাকতেই পারে। কারণ পর্তুগালের সঙ্গে তো গ্রুপ পর্বে ব্রাজিলের কোনও ম্যাচই নেই। তাহলে কেনও তিনি পর্তুগালকেও হারাতে চান এ কথা বললেন?

সম্প্রতি পিএসজির খেলোয়াড়দের সঙ্গে ইনস্টগ্রাম লাইভে এই কথা বলেন নেইমার। সাবেক ফুটবলার ডেভিড ব্যাকহামও ছিলেন আলোচনায়। নেইমার বলেন, ব্রাজিলিয়ানরা, আমি তোমাদের জন্য কাতারে অপেক্ষা করছি। চলো একসঙ্গে শিরোপার সন্ধানে যাই। আমরা পর্তুগাল সব সব দলকে হারাতে যাচ্ছি। কিন্তু নেইমার হঠাৎ পর্তুগালের নাম নির্দিষ্ট করে বলার কারণ সেই আলোচনায় নেইমারের সঙ্গে ছিল পর্তুগালের প্লেয়ার দানিলো পেরেইরা। তাই মজা করেই নেইমার এই কথা বলেন।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপের ৩২ দলের আসর এবারই শেষ। এরপরের আসর অর্থাৎ ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নিবে ৪৮ দল। ইতোমধ্যে ২৯ দল তাদের বিশ্বকাপ নিশ্চিত করেছে। বাকি তিন দল প্লে অফের ম্যাচ খেলে বিশ্বকাপে জায়গা করে নেবে। কারা সেই তিন দল জানা যাবে জুনের মধ্যে।

ফিফা ইতোমধ্যে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করেছে। প্লে অফ থেকে জায়গা পাওয়া দলগুলো তাদের জন্য নির্ধারিত করে রাখা গ্রুপে চলে যাবে।

কাতার বিশ্বকাপে ব্রাজিল পড়েছে জি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ যাত্রা শুরু করবে ২৫ নভেম্বর। যেখানে তার প্রতিপক্ষ সার্বিয়া।


এ বিভাগের অন্যান্য সংবাদ