বিশ্বকাপের এর মাত্র দেড় মাস। এই সময়ে আক্রমণভাগের খেলোয়াড় পেদ্রো নেতোকে হারালো পর্তুগাল। গোড়ালির চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের এই খেলোয়াড়।
পেদ্রো খেলেন ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সে। তার ক্লাব শুক্রবার (৭ অক্টোবর) এক বিবৃতি দিয়ে তার গুরুতর চোটের খবরটি জানায়। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, নেতোর চোট পরীক্ষার পর বিশেষজ্ঞের মতামতসাপেক্ষে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই তিনি বিশ্বকাপে খেলতে পারবেন না।
প্রিমিয়ার লিগে গত শনিবার (১ অক্টোবর) ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে উলভারহ্যাম্পটনের ২-০ গোলে হারের ম্যাচের প্রথমার্ধে চোট পান ২২ বছর বয়সী নেতো। ২৪ মিনিটেই কোচ তাকে উঠিয়ে নেন। এরপর তার চোটের পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে জানা যায়, তার চোট অতি গুরুতর। এই চোটের জন্য তাকে অস্ত্রোপচার করাতে হবে। যার কারণে টানা ১০ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। এর আগে ২০২০ সালেও একবার হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন এই পর্তুগিজ উইঙ্গার। যার কারণে ইউরো চ্যাম্পিয়নশিপ মিস করেন তিনি।