সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ নামল ১৯ বিলিয়ন ডলারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২,৫০০ টাকা নির্ধারণ জাতীয় সংসদকে হাইকোর্টের ১৬ পরামর্শ পাকিস্তান নারী দলকে হারিয়ে দিলো বাংলাদেশ কাপুরুষের কাছে রাজনীতি শোভা পায় না: কাদের সিইসির সঙ্গে তিন গোয়েন্দা প্রধানের সাক্ষাৎ ‌‌বিএনপি দেশকে ধ্বংসের ষড়যন্ত্র করছে- তথ্যমন্ত্রী ক্ষমতাসীনরা নাশকতা করে বিএনপির ওপর দোষ চাপাচ্ছে : রিজভী ইসরায়েলবকে হিজবুল্লাহর হুঁশিয়ারি ইসরায়েল থেকে আরও ২ দেশের রাষ্ট্রদূত প্রত্যাহার ঢাকা কমিউনিটি হাসপাতালে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিলো ক্রোয়েশিয়া

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৭, ২০২২
বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিলো ক্রোয়েশিয়া

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিলো ক্রোয়েশিয়া। ১-১ গোলে সমতায় নিয়ে মাঠ ছাড়ে দু’দল। অন্য ম্যাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। এই জয়ে গ্রুপ ওয়ানে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ডেনিসরা।

ফুটবলারদের শরীরী ভাষায় ক্লান্তির ছাপ স্পষ্ট। কেউ জেতেনি ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচে। তাই ফরাসীদের বিপক্ষে ক্রোয়েটদের জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। বলা চলে শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ক্রোয়েশিয়া।

অথচ দিনটা হতে পারতো দেনা পাওনা নিষ্পত্তির। ২০১৮ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট। ফান্সের কাছে হেরেই তো বেদনার নীল বিষে পুড়েছিলো ক্রোয়েশিয়া। যদিও সেই ম্যাচ আর এই ম্যাচ মাহত্বের বিচারে হয়তো কমবেশি।

নেশন্স লিগে নিজেদের প্রথম জয়ের খোজে নেমেছিলো দু’দল। ডেনমার্কের কাছে হারের পর ফরাসিদের শুরুর একাদশে পরিবর্তন ছিল চোখে পড়ার মত। তবে আক্রমণ, পাল্টা আক্রমণ সব কিছুই যেন রক্ষণে মিলিয়ে যায়। না হয় ১৮ মিনিটেই যে এগিয়ে যেত ক্রোয়েশিয়া। ৩৮ মিনিটে মুসা দিয়াবির শট রুখে দেন ক্রোয়েট গোলরক্ষক।

নিষ্প্রাণ ম্যাচে প্রাণের স্পন্দন বিরতির পর। রাবিওর গোলে লিড নেয় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। লুকা মদ্রিচের প্রচেষ্টাও যে কাজে দেয়নি। এদিন হতশার বৃত্তে রিয়াল তারকা। যেন ঘরের মাঠে হারের ক্ষণ গণনা। তবে শেষ রক্ষা হলো। ৮৩ মিনিটে ক্রোয়েশিয়ার পেনাল্টি ভাগ্য। সমতা টানেন আন্দ্রেই ক্রামারিচ। এতে নেশন্স লিগে এখন পর্যন্ত জয়শূন্য দুই দল।

ফ্রান্স-ক্রোয়েশিয়ার ৯ হেড টু হেডে তৃতীয়বার ড্র। বাকি ছয় ম্যাচে ফরাসিদের সাফল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ