আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। মঙ্গলবার (১১ অক্টোবর) জ্বালানি পণ্যটির মূল্য হ্রাস পেয়েছে ২ শতাংশ। আগের কার্যদিবসেও তা সমান পরিমাণে কমে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার শঙ্কা বিদ্যমান রয়েছে। পাশাপাশি চীনে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটনায় বৈশ্বিক চাহিদা কমার উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফলে তেলের দর কমছে।
গত সোমবার বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করেছে, বিশ্বব্যাপী আর্থিক মন্দার ঝুঁকি বাড়ছে। সেই সঙ্গে মূল্যস্ফীতি সমস্যা চলতেই থাকবে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক ৬২ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৯৪ দশমিক ৫৭ ডলারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দরপতন হয়েছে ১ দশমিক ৭২ ডলার বা ১ দশমিক ১৯ শতাংশ। ব্যারেলপ্রতি তা বিকিয়েছে ৮৯ দশমিক ৪১ ডলারে।
ব্রোকারেজ ওএএনডিএ’র ক্রেইগ আর্লাম বলেন, বাজারে এখন হতাশা বাড়ছে।