আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। সদ্য প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ক্রমবর্ধমান। ফলে আরেক দফায় বড় হারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদ বাড়ানোর সম্ভাবনা প্রবল হয়েছে।
এমন প্রত্যাশায় মার্কিন মুদ্রা ডলারের দাম বেড়েছে। সেই সঙ্গে বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। এতে মূল্যবান ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
শুক্রবার (২৮ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হয়েছে ১ শতাংশেরও বেশি। স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ১৩ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬৪৪ দশমিক ২০ ডলারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ০৭ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৬৪৭ দশমিক ৮ ডলারে।
আগের দিন বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১৬৫৮ দশমিক ৭৭ ডলার। ফিউচার মার্কেটে তা ছিল ১৬৬২ দশমিক ৩০ ডলার।
মার্কিন বাণিজ্য দপ্তর জানিয়েছে, গত সেপ্টেম্বরে ভোক্তা ব্যয় বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। ফলে আবারও সুদহার বাড়াতে পারে ফেড।
এ খবরে ডলার সূচক বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। পাশাপাশি ইউএস ট্রেজারি ইল্ডও ঊর্ধ্বমুখী হয়েছে। এতে চাপে পড়েছে বুলিয়ন মার্কেট।
ক্রেতাদের উদ্দেশে লেখা এক চিঠিতে কমার্জব্যাংকের বিশ্লেষকরা বলছেন, আবার ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। অর্থনীতি চাঙা রাখতেই এটি করার সম্ভাবনা রয়েছে। তাতে স্বর্ণের মূল্য কমবে।