বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় তিন হাজার কোটি ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছে বিশ্বব্যাংক। এই তহবিল থেকে সংস্থাটির সদস্য দেশগুলোকে এক হাজার ২শ’ কোটি ডলার নতুন প্রকল্পে দেয়া হবে। বাকি ১৮ বিলিয়ন ডলার চলমান খাদ্য ও পুষ্টিসহায়তা বিষয়ক প্রকল্পে অর্থায়ন হবে। তবে কোন দেশ কত সহায়তা পাবে, তা জানানো হয়নি।
প্রাকৃতিক দুর্যোগ, সংঘাত ও রাশিয়া ও ইউক্রনের যুদ্ধের ফলে বিশ্বব্যাপী দেখা দিয়েছে খাদ্য সংকটের লক্ষণ। তাই বৈশ্বিক খাদ্য সংকটের এ হুমকি মোকাবিলায় এই অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব অর্থায়ন খাদ্য ও সার উৎপাদন বাড়াতে উৎসাহিত করবে। সেই সঙ্গে খাদ্য ব্যবস্থার উন্নয়ন, বৃহত্তর বাণিজ্যকে সহজতর করা ও দারিদ্রসীমার নিচে থাকা পরিবারগুলোকে সহায়তা করবে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, বিশ্বজুড়ে খাদ্যমূল্য বাড়ায় দরিদ্র দেশগুলোর মানুষকে চরম বিপদে পড়েছে। এসব দেশকে এখন খাদ্য উৎপাদন বাড়ানোর দিকে সবচেয়ে বেশি জোর দিতে হবে। তাদের সহায়তায় বিশ্বব্যাংক নানা উদ্যোগ নিবে। বর্তমানে বিশ্বব্যাংকের সদস্য দেশ রয়েছে ১৮৯টি। এর মধ্যে যেসব দেশে খাদ্য ও পুষ্টিসহায়তা বিষয়ক বিভিন্ন প্রকল্প চলমান আছে, সেসব দেশ এই তহবিল থেকে সহায়তা পাবে। বিশেষ করে দরিদ্র দেশগুলো অগ্রাধিকার পাবে।