রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

বিশ্বের অন্যতম প্রাচীন বইয়ের দাম ২৬ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : এপ্রিল ৩, ২০২৪
বিশ্বের অন্যতম প্রাচীন বইয়ের দাম ২৬ লাখ ডলার

বিশ্বের অন্যতম প্রাচীন বই হিসেবে পরিচিত ‘ক্রসবি-শোয়েন কোডেক্স’ নামের মিশরীয় একটি বই আগামী জুনে নিলামে তোলা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বইটি ২৬ লাখ ডলার থেকে ৩৮ লাখ ডলারে বিক্রি হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নিলাম কোম্পানি ক্রিস্টির আয়োজনে আগামী জুন মাসে লন্ডনে বইটির নিলাম অনুষ্ঠিত হবে। কপটিক ভাষায় লেখা বইটি ২৫০ থেকে ৩৫০ খ্রিস্টাব্দের।

ক্রিস্টির সিনিয়র বিশেষজ্ঞ ইউজেনিও ডোনাডোনি বলেন, ‘এই বইটি সেই সময়কালের যখন প্যাপিরাস স্ক্রোল কোডেক্স আকারে পরিণত হতে শুরু করেছে। বইটি এই কারণে বিরল ও দুষ্প্রাপ্য যে, এর মধ্যে বাইবেলের দুটি বইয়ের প্রাচীনতম পাঠ্য রয়েছে।’

ইউজেনিও ডোনাডোনি আরও জানান, ১০৪ পৃষ্ঠার বইটি লেখক ৪০ বছর ধরে মিশরের একটি মঠে বসে লিখেছিলেন। এটি প্লেক্সিগ্লাসে সংরক্ষিত রয়েছে। বর্তমানে তৃতীয় ও চতুর্থ শতাব্দীর মাত্র কয়েকটি বই সংরক্ষিত রয়েছে। ২০ শতকের দিকে বইগুলো আবিষ্কৃত হয়।

কোডেক্স বইটি ১৯৫০ সালের দিকে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে আবিষ্কৃত হয়। ১৯৮১ সাল পর্যন্ত বইটি সেখানেই ছিল। নরওয়েজিয়ান পাণ্ডুলিপি সংগ্রাহক ড. মার্টিন শোয়েন জানান, তিনি ১৯৮৮ সালে বইটি সংগ্রহ করেছিলেন। এখন এটি নিলামে তোলা হচ্ছে। ড. মার্টিন শোয়েনে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত পাণ্ডুলিপি সংগ্রাহক।

বর্তমানে বইটি ক্রিস্টির নিউইয়র্কের শোরুমে রাখা হয়েছে। এটি ৯ এপ্রিল পর্যন্ত প্রদর্শিত হবে। এরপর ১১ জুন লন্ডনে বইটির নিলাম অনুষ্ঠিত হবে।


এ বিভাগের অন্যান্য সংবাদ