বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নির্বাচন কবে? মার্কিন সিনেটরকে যা বললেন প্রধান উপদেষ্টা ভারতে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ইনকিলাব মঞ্চের দুই ছাত্র উপদেষ্টাসহ সরকারি দপ্তর থেকে ছাত্রদের পদত্যাগ দাবি সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সৌজন্য সাক্ষাৎ নাঈমুল ইসলাম খানের ১৬৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বাংলাদেশের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি: ধর্ম উপদেষ্টা দীর্ঘ প্রতীক্ষার পর চালু হলো যমুনা রেলসেতু তুলসির বক্তব্য আমেরিকা-বাংলাদেশ সম্পর্কে প্রভাবে ফেলবে না: অর্থ উপদেষ্টা শেখ হাসিনা পরিবারের ৩৯৪ কোটি টাকা জব্দ ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন ফিরে পেলেন শফিক রেহমান ‘ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেই হামলা চলছে, সমগ্র নরক ভেঙে পড়বে’ গাজায় নিহত ৩০০ ছাড়াল, হামলা চালিয়ে যাবে ইসরায়েল ট্রাম্পের ‘রেড লিস্টে’ ভুটান! নজরে পাকিস্তানও মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি ঘিরে বিক্ষোভ–সংঘর্ষ, কারফিউ জারি সামরিক খাতে যেভাবে বিস্ফোরণ ঘটাচ্ছে তুরস্ক

বিশ্বের ১১ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স: ডব্লিউএইচও

রিপোর্টারের নাম :
আপডেট : মে ২১, ২০২২
বিশ্বের ১১ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের অন্তত ১১টি দেশে প্রায় ৮০ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আরও মাঙ্কিপক্স শনাক্ত হবে বলেও সতর্ক করে দিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

ডব্লিউএইচও বলেছে, সন্দেহভাজন আরও ৫০ জনের মাঙ্কিপক্স শনাক্তের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে সন্দেহভাজন এসব মাঙ্কিপক্স রোগী কোন কোন দেশের তা জানায়নি তারা।

এর আগে ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম ও অস্ট্রেলিয়ায় মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তবে ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়।

সাধারণত আফ্রিকার পশ্চিম ও মধ্যাঞ্চলে মাঙ্কিপক্স সংক্রমণ দেখা যায়। এটি একটি বিরল ভাইরাল সংক্রমণ যা সাধারণত মৃদু হয় এবং বেশিরভাগ মানুষ কয়েক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবা।

ভাইরাসটি মানুষের মধ্যে সহজে ছড়ায় না এবং বিপুল পরিমাণ মানুষের জন্য ঝুঁকি খুব কম। মাঙ্কিপক্সের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন নেই। তবে গুটিবসন্তের টিকা নিলে ৮৫ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। কারণ দু’টি ভাইরাস প্রায় একই রকম।

ডব্লিউএইচও এক বিবৃতিতে বলেছে, এ পর্যন্ত ১১টি দেশে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। সাম্প্রতিক এ প্রাদুর্ভাব অস্বাভাবিক। কারণ এমন কিছু দেশে রোগটি প্রাদুর্ভাব ছড়াচ্ছে যা আগে দেখা যায়নি।

আরও পড়ুন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ইইউ

তারা আরও জানিয়েছে, যারা আক্রান্ত হতে পারে তাদের শনাক্ত ও সাহায্য এবং রোগটি নিয়ে নজরদারি বাড়াতে আক্রান্ত দেশ ও অন্যদের সঙ্গে কাজ করছে ডব্লিউএইচও।


এ বিভাগের অন্যান্য সংবাদ