শনিবার, ২১ জুন ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়: সিইসি দেশে ফিরছেন তারেক রহমান, গুলশানের বাড়ি প্রস্তুত বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন করতে যাচ্ছে বাংলাদেশ-চীন-পাকিস্তান ডি মারিয়ার জোড়া গোলে বড় জয় বেনফিকার চেলসিকে হারিয়ে ইতিহাস গড়ল ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী নেতাকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়বে: গ্রিসের জাহাজমন্ত্রী ইরানে মোসাদ সংশ্লিষ্ট ৫৪ গুপ্তচর গ্রেফতার ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইরানের আঘাতে ইসরাইলের ক্ষতির পরিমাণ শত শত কোটি ডলার ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৬, বাসে আগুন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সাক্ষাৎ নাটোরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪

বিশ্বে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ১৮, ২০২২

বিশ্বে করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর সংখ্যা আরও কমেছে। কমেছে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৪ জনের, যা আগের দিনের তুলনায় চার শতাধিক কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ২৩ হাজার ৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন, যা আগের দিনের তুলনায় কমেছে ১ লাখের বেশি। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৯৭০ জনে।

সোমবার (১৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ায় গত একদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ১ জন। আর মৃত্যু হয়েছে ২০৩ জনের।

করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২১ হাজার ৯২ জনের।

এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৩ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৬৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৭১৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫০০ জনের।


এ বিভাগের অন্যান্য সংবাদ