বিশ্বে করোনাভাইরাস মহামারিতে মৃত্যুর সংখ্যা আরও কমেছে। কমেছে আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৪ জনের, যা আগের দিনের তুলনায় চার শতাধিক কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ২৩ হাজার ৩৫ জনে।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৫২ হাজার ৬০৩ জন, যা আগের দিনের তুলনায় কমেছে ১ লাখের বেশি। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৯৭০ জনে।
সোমবার (১৮ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ায় গত একদিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ১ জন। আর মৃত্যু হয়েছে ২০৩ জনের।
করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৭৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২১ হাজার ৯২ জনের।
এদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩৩ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজার ২৬৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৭১৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫০০ জনের।