শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকার ১৩ পয়েন্টে সুলভ মূল্যের ডিম রোববার থেকে রিমান্ড শেষে কারাগারে মেনন-ইনু-পলক জিরো পয়েন্টে আসার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের ড. ইউনূসকে রাষ্ট্রপতি হওয়ার অনুরোধ জানালেন মাহমুদুর রহমান ‘ছাত্রলীগের মতো আর কোনো সংগঠন যাতে তৈরি না হয়’ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা আরও গুরুত্বের সঙ্গে সামনে আনছে বিএনপি বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করা দেখতে চাই: ম্যাথিউ মিলার কঠোর হওয়ার হুঁশিয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প আমেরিকায় আর থাকা যাবে না: ইলন মাস্কের মেয়ে ট্রাম্প–জেলেনস্কি ফোনালাপ, সঙ্গে ছিলেন ইলন মাস্কও হামাস নেতাদের কাতার থেকে বের করে দিতে বলল যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের ওপর মুসলিম ভোটারদের অনাস্থা ‘বোরকা নিষিদ্ধ’ সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখলেই জরিমানা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় সিদ্ধান্ত আইসিসির, চাপে পড়ছে পাকিস্তান

বিশ্বে করোনায় একদিনে ৫৮৫ জনের মৃত্যু

রিপোর্টারের নাম :
আপডেট : এপ্রিল ৬, ২০২২
বিশ্বে করোনায় একদিনে ৫৮৫ জনের মৃত্যু

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে গত একদিনে ৫৮৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৬০৫ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ কোটি ৪১ লাখ ৪২ হাজার ২৮৩ জনে এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৮৩ হাজার ৫১০ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৩২৭ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৯৪ লাখ ১৪ হাজার ৭৬৬ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার (০৬ এপ্রিল) সকাল ৮টায় এ তথ্য জানা গেছে।

তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছেন ৮ কোটি ১৯ লাখ ১২ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯ হাজার ৩৯০ জনে।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৭৬৭ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ২১ হাজার ৫১৮ জনের।

এছাড়া লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪০ হাজার ১২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬০ হাজার ৫৮৬ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। এরপর ২০২০ সালের ১১ মার্চ এই করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


এ বিভাগের অন্যান্য সংবাদ