মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র প্রশাসনে স্বৈরাচার থাকলে দেশ বিপজ্জনক পরিস্থিতিতে পড়বে: রিজভী দ:কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমির সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেল ৭ প্রতিষ্ঠান শেখ হাসিনার অবস্থান জানে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা সুন্দরবনে বাঘ বেড়েছে : পরিবেশ উপদেষ্টা বরখাস্ত উর্মির বিরুদ্ধে মানহানির মামলার আবেদন দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকায় কোনো থ্রেট নেই : ডিএমপি কমিশনার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ফোন নম্বর প্রকাশ বিজিবির ফুটবল অধ্যায়ের ইতি টানলেন ইনিয়েস্তা লেবাননের বৈরুত, পূর্ব ও দক্ষিণ অংশে হামলা শুরু করেছে ইসরায়েল এবার পূজায় কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা আবার রিমান্ডে সালমান, দীপু, পলক ও মামুন একদিন বাড়লো পূজার ছুটি

বিশ্বে করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত দেড় লাখ

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ১, ২০২২
বিশ্বে দৈনিক শনাক্ত কমেছে, বেড়েছে মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ১২০ জন। এ পর্যন্ত বিশ্বে এ ভাইরাসে মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যথাক্রমে ৬৩ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ৩০০ এবং ৬৫ লাখ ৯৪ হাজার ৪৮২ জন।

গত একদিনে বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে তাইওয়ানে। এরপরই আছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে এ সময়ে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফ্রান্সে, এরপরই আছে রাশিয়া।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (১ নভেম্বর) এ তথ্য জানা গেছে।

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত একদিনে নতুন করে শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৫৪ জন। এবং মৃত্যুর সংখ্যা ৬১ জন। এ সংখ্যা নিয়ে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৯৫ হাজার ৩১৫ এবং শনাক্তের সংখ্যা ৯ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার ৭২১ জন।

ফ্রান্সে এ সময়ে মৃত্যু হয়েছে ১১২ জনের। আর শনাক্ত ৩ হাজার ৭৬৮। দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৫১০ জনের এবং মৃত্যু হয়েছে মাত্র ১৮ জনের।

জাপানে ২৩ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ২২ হাজার ৩১৪ জন। অন্যদিকে রাশিয়াতে গত একদিনে করোনায় ৭১ জনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৮১ জন।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের এবং শনাক্ত হয়েছে ২২ হাজার ৬৩৪ জন। ফলে এ সংখ্যা নিয়ে দেশটিতে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লাখ ১২ হাজার ৭২৬ এবং মৃত্যু সংখ্যা ১২ হাজার ৮৩১ জন।


এ বিভাগের অন্যান্য সংবাদ