বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

বিশ্বে করোনায় শনাক্তের চেয়ে সুস্থ বেশি

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ৬, ২০২২
বিশ্বে করোনায় শনাক্তের চেয়ে সুস্থ বেশি

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ২ লাখ ৯৭ হাজার ৮৩০ জন আক্রান্ত হয়েছেন এবং ৪ লাখ ৪৩ হাজার ৮৫৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৪৭৬ জনের।

আজ সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ২০ হাজার ৪০৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২৫০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় উত্তর কোরিয়ায় কারও মৃত্যু না হলেও রোগী শনাক্ত হয়েছেন ৭৩ হাজার ৭৯০ জন। তাইওয়ানে আক্রান্ত ৬২ হাজার ১১০ জন এবং মৃত্যু ১২৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ২২ হাজার ২৫৩ জন এবং মৃত্যু ২৯ জন, ফ্রান্সে আক্রান্ত ২০ হাজার ৫৪২ জন এবং মৃত্যু নেই, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৯ হাজার ৫০৪ জন এবং মৃত্যু ২০ জন।

এছাড়া ইতালিতে আক্রান্ত ১৫ হাজার ৮২ জন এবং মৃত্যু ২৭ জন এবং জাপানে আকান্ত ১৬ হাজার ৬২৭ জন এবং মারা গেছে ২৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে শনাক্তও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ