শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

বিশ্বে করোনায় শনাক্তে শীর্ষে জাপান, মৃত্যুতে তাইওয়ান

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ৩১, ২০২২
করোনায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু এখনও অব্যাহত। তবে আগের তুলনায় সংখ্যাটা অনেক কম। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৭৩ জন।

করোনাভাইরাসের শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ লাখ ৯৩ হাজার ৭০৩ জন এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৭১৭ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে তাইওয়ানে। এরপরই আছে রাশিয়া, জাপান ও মেক্সিকো। অন্যদিকে শনাক্তের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছে জাপান, তাইওয়ান ও ফ্রান্স।

করোনাভাইরাসে, আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে সোমবার (৩১ অক্টোবর) এ তথ্য জানা গেছে।

করোনায় আক্রান্তের দিকে শীর্ষে থাকা জাপানে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৬১১ জন আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ৪২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২২ লাখ ৭৩ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪৬ হাজার ৬৩৬ জন মারা গেছেন।

অন্যদিকে মৃত্যুতে শীর্ষে থাকা তাইওয়ানে এ সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৪৭ জন এবং মারা গেছেন ৭৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৬ লাখ ৯০ হাজার ১১০ জন এবং মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৭২ জনের।

ফ্রান্সে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪৫৬ জন। করোনা মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৫৬ হাজার ৮৩২ জন মারা গেছেন। একইসময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ২৭ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন এবং মারা গেছেন ৭৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ২৩ হাজার ৭২৫ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯০ হাজার ১০৪ জনের। একইসময়ে মেক্সিকোতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন।


এ বিভাগের অন্যান্য সংবাদ