মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বসুন্ধরার চেয়ারম্যান ও তাঁর পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ শেখ হাসিনা সবকিছু ধ্বংস করে ফেলেছে : ড. ইউনূস বাংলাদেশের হাই কমিশনে হামলা: ত্রিপুরার ৩ পুলিশ বরখাস্ত সীমান্তে যেকোনো অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বললেন সেনাপ্রধান ‘আগরতলার ঘটনা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ’ ‘পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না’ দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার’ চিন্ময়ের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য ঘূর্ণিঝড় ফিনজালে ভারত-শ্রীলঙ্কায় নিহত ২০ সিরিয়ায় ঢুকেছে ইরান-সমর্থিত ইরাকি যোদ্ধারা গাজায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১১ জিম্মিদের মুক্তির জন্য হামাসকে সময় বেঁধে দিলেন ট্রাম্প

বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : নভেম্বর ৪, ২০২৪
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কাল আখেরি মোনাজাত

গত কয়েক বছর ধরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে তাবলিগ জামাতের দুই পক্ষের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে।

আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি জানান, ইজতেমার প্রথম পর্ব ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত হবে।

ইজতেমার তারিখ নির্ধারণ নিয়ে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষকে আলোচনায় ডাকলেও সভায় উপস্থিত হন মাওলানা সাদ পন্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে ধর্ম, তথ্য, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা ছাড়াও সভায় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যরা।

বৈঠকে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণের পাশাপাশি আইনশৃঙ্খলা, বিদেশিদের ভিসা প্রদানসহ ইজতেমার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাদপন্থী মাওলানা মুয়াজ বিন নুর বলেন, গত সাত বছর ধরে দ্বিতীয় পর্বে ইজতেমা করে আসলেও এবার তাঁরা প্রথম পর্বে ইজতেমা করতে চান । এছাড়া মাওলানা সাদকে ভারত থেকে দেশে নিয়ে আসতে সরকারের সহায়তা কামনা করেন তাঁরা।

তাবলিগ জামাতের বিরোধের কারণে গত কয়েক বছর থেকে ইজতেমা দুই পর্বে আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ