রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কাল আখেরি মোনাজাত

নিজম্ব প্রতিবেদক
আপডেট : ফেব্রুয়ারি ৩, ২০২৪
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কাল আখেরি মোনাজাত

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনেও ইসলাম ধর্মের বয়ান করছেন তাবলিগ জামাতের ইমামরা। তাদের বক্তব্য শোনার পাশাপাশি ইবাদত-বন্দেগিতে সময় কাটছে সারা দেশ থেকে আসা লাখো মুসল্লির। ইজতেমায় আছেন বিদেশি অতিথিরাও। মুসল্লিদের সহযোগিতা দিতে কাজ করছে প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা।

আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে এবারও বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির সমাবেশ ঘটেছে। শনিবার প্রথম পর্বের দ্বিতীয় দিন দেশ-বিদেশের শীর্ষ আলেমদের বয়ান শুনে ও ইবাদত-বন্দেগিতে অতিবাহিত করেন তারা। ফজরের নামাজের পর থেকে শুরু হয় বয়ান।

প্রতিদিন ফজর থেকে এশার নামাজ পর্যন্ত ইজতেমা মাঠে ঈমান, আমল, আখলাক ও দ্বীনের পথে মেহনতের ওপর আমবয়ান করছেন দেশ বিদেশের আলেমরা।

আখেরি মোনাজাতে অংশ নিতে আজও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ তুরাগ তীর ও আশপাশের এলাকা।

টঙ্গী-আশুলিয়া সড়ক থেকে ইজতেমা ময়দান পর্যন্ত মুসল্লিদের যাতায়াতের জন্য তুরাগ নদে কয়েকটি ভাসমান সেতু স্থাপন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাদ আসর বিশ্ব ইজতেমার মূল মঞ্চে যৌতুক বিহীন বিয়ের আয়োজন করা হয়। এসময় ৫০ দম্পতিকে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে দেন আয়োজকরা।

আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ