বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকার আহবান প্রধান উপদেষ্টার দেশের নাম ও সংবিধান পরিবর্তনের অধিকার সরকারের নেই: জাসদ শেখ পরিবারের নামে থাকা ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন রোনালদোকে ধরে রাখতে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের গাজায় অস্ত্রবিরতির কৃতিত্বের দাবি বাইডেনের ক্রিকেট বোর্ডে স্বৈরাচারী প্রভাব, সমাধানের আহ্বান আমিনুল হকের ‘নির্বাচিত সরকার ছাড়া গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব নয়’ দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত বাবর এইচএমপি ভাইরাস আক্রান্ত নারীর মৃত্যু কোনো ভোটই রাতে হবে না: ইসি মাছউদ বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় সভায় যোগ দিচ্ছেন সালাউদ্দিন আহমেদ ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থী বই পাবে’ ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সমাবেশে হামলায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক ঐক্যই মূল চ্যালেঞ্জ

বিহারি কলোনির যুবকদের নিয়ে হামলা চালানো হয় মেট্রোস্টেশনে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : জুলাই ২৯, ২০২৪
বিহারি কলোনির যুবকদের নিয়ে হামলা চালানো হয় মেট্রোস্টেশনে

বিহারি কলোনির কিশোর-যুবক ও হকারদের নিয়ে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনে হামলা চালায় বিএনপি-জামায়াত। তদন্ত করে এ তথ্য জানিয়েছে পুলিশ। অভিযোগ আছে, দেশের নানা অঞ্চল থেকে আসা শিবিরের নেতা-কর্মীরাও যোগ দেয় এই হামলায়। স্টেশনের ভেতরে-বাইরে ব্যাপক ভাঙচুর চালিয়ে বিভিন্ন যন্ত্রপাতি লুটপাট করে হামলাকারীরা। তবে আগুন দেওয়ার চেষ্টা করলেও পুলিশের প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়।

১৯ জুলাই সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়ে স্থানীয় বিহারি কলোনির কিশোর-যুবকেরা। প্রায় সবার হাতেই লাঠি বা লোহার রড কিংবা ইট ছিল। আবার কারো কারো কাঁধে ছিল ব্যাগ। দলে দলে তারা ঢুকতে থাকে মেট্রোরেল স্টেশনে।

পুলিশ বলছে, এই হামলা-ভাঙচুরে নেতৃত্ব দেয় বিএনপি-জামায়াতের নেতারা। এ সময় তারা মেট্রো স্টেশনের চেয়ার-টেবিল ভাঙচুর এবং দরকারি কাগজপত্র তছনছ করে। তারা লুট করে নিয়ে যায় কম্পিউটার মনিটর, পজ মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি।

মেট্রো স্টেশনের ফায়ার সেফটি ইকুইপমেন্ট এবং ক্লোজড সার্কিট (সিসি) টিভি ক্যামেরাও ভাঙচুর করে তারা। আগুন লাগিয়ে দেয় স্টেশনের বাইরে। তবে পুলিশের প্রতিরোধের মুখে স্টেশনের ভেতরে আগুন দিতে পারেনি দুর্বৃত্তরা।

পুলিশ বলছে, মিরপুরের জল্লাদখানা রোডের পাশের বিহারি কলোনির কিশোর-যুবকেরা আলোক হাসপাতালের গলি দিয়ে এসে মেট্রোস্টেশনে ভাঙচুর ও লুটপাট চালায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত মহাপরিদর্শক ড. খ. মহিদ উদ্দিন বলেন, হামলাকারীদের বিহারি কলোনি ও এর আশপাশের এলাকা থেকে জোগাড় করা হয় বলে তথ্য পাওয়া গেছে। মিরপুর এলাকার বিভিন্ন বস্তি থেকেও বিএনপি ও জামায়াতের সদস্যরা হামলার জন্য যুবকদের ভাড়া করে নিয়ে আসে।

এ দলটিই ১৮ ও ১৯ জুলাই মোট ১৭ বার মিরপুর মডেল থানা দখলের চেষ্টা করে বলেও জানিয়েছে পুলিশ।


এ বিভাগের অন্যান্য সংবাদ