ভারতের বিহারের একটি মন্দিরে পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন।
আজ শ্রাবণ মাসের শেষ সোমবার (১২ আগস্ট)। স্বভাবতই শিবের মাথায় জল ঢালতে রোববার (১১ আগস্ট) রাত থেকে বহু মানুষ আসেন বিহারের জেহানাবাদ জেলার সিদ্ধেশ্বর নাথ মন্দিরে। বিহারসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই মন্দিরে। সেখানে হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে।
জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরাও। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। ঘটনার খবর পেয়ে বিহার পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও পৌঁছান। কীভাবে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর সিদ্ধেশ্বর মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। ভক্তদের ভিড় সামলাত বিপুল মাত্রায় পুলিশ ও অন্যান্যদের মোতায়েন করা হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় এসডিও জানিয়েছেন, মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।