শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

বৃষ্টি-জলাবদ্ধতায় রাজধানীতে দুর্ভোগ

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৪, ২০২৩
বৃষ্টি-জলাবদ্ধতায় রাজধানীতে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার টানা বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে রাজধানীর বেশ কিছু সড়ক। আর এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অবশ্য ছুটির দিনে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় জলাবদ্ধতায় যানজট দেখা দেয়নি।

সকাল থেকে টানা বৃষ্টিতে রামপুরার অধিকাংশ অলি গলিতে প্রায় হাঁটু পানি জমতে দেখা গেছে । এমনকি বেশ কিছু বাসাবাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি।

শেওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুরের বিভিন্ন নিচু এলাকায় তলিয়েছে পানিতে। বাড্ডা, মালিবাগ, খিলগাঁও অঞ্চলেও বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে।

এছাড়া, মতিঝিল কলোনি এলাকা, টিটিপাড়া মোড়, আর কে মিশন রোড, নয়াপল্টন, নাজিমুদ্দিন রোডসহ খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ডসংলগ্ন এলাকা, কাওরানবাজার, মোহাম্মদপুরের কিছু অংশ এবং গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে বৃষ্টির প্রবণতা আগামী তিন দিন আরও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, বৃষ্টি হলেও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।


এ বিভাগের অন্যান্য সংবাদ