নিজস্ব প্রতিবেদক : শুক্রবার টানা বৃষ্টিতে রাজধানীর নিচু এলাকাগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে রাজধানীর বেশ কিছু সড়ক। আর এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অবশ্য ছুটির দিনে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকায় জলাবদ্ধতায় যানজট দেখা দেয়নি।
সকাল থেকে টানা বৃষ্টিতে রামপুরার অধিকাংশ অলি গলিতে প্রায় হাঁটু পানি জমতে দেখা গেছে । এমনকি বেশ কিছু বাসাবাড়িতেও ঢুকে পড়েছে বৃষ্টির পানি।
শেওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুরের বিভিন্ন নিচু এলাকায় তলিয়েছে পানিতে। বাড্ডা, মালিবাগ, খিলগাঁও অঞ্চলেও বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে।
এছাড়া, মতিঝিল কলোনি এলাকা, টিটিপাড়া মোড়, আর কে মিশন রোড, নয়াপল্টন, নাজিমুদ্দিন রোডসহ খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ডসংলগ্ন এলাকা, কাওরানবাজার, মোহাম্মদপুরের কিছু অংশ এবং গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কের কয়েকটি স্থানে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে বৃষ্টির প্রবণতা আগামী তিন দিন আরও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম অধিকাংশ জায়গায়; রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এতে আরও বলা হয়, বৃষ্টি হলেও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।