শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭০ ‘দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকুন’ রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন

বেনাপোল চেকপোস্টে ই-গেট স্থাপন

বেনাপোল সংবাদদাতা
আপডেট : মার্চ ২, ২০২৩
বেনাপোল চেকপোস্টে ই-গেট স্থাপন

আন্তর্জাতিক বিমানবন্দরের মতো যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারীদের যাতায়াতের জন্য ই-গেট স্থাপিত হয়েছে। দেশের মধ্যে এই প্রথম যশোরের বেনাপোল চেকপোস্টে স্থাপিত এই ইমিগ্রেশন সিস্টেম আগামী শনিবার উদ্বোধন করা হবে ।

জানা গেছে, প্রথম পর্যায়ে ছয়টি গেট বসানো হয়েছে। ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের জন্য তিনটি। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করলে স্বয়ংক্রিয়ভাবে গেট খুলে যাবে। এতে যাত্রী প্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫-১০ মিনিট সময় লাগতো। পর্যায়ক্রমে গেটের সংখ্যা বাড়ানো হবে।

ইমিগ্রেশন সংশ্লিষ্টরা বলছেন, আগামী শনিবার (চৌঠা মার্চ) বিকাল সাড়ে ৩টায় এই গেটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সিস্টেমটি চালু হলে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে। তাছাড়া, পাসপোর্ট না থাকলে কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।

এদিকে, ই-গেট উদ্বোধনের পর বিকাল সাড়ে ৪টায় বেনাপোল ফুটবল মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন মন্ত্রী। পরে বিকাল সাড়ে ৫টায় চেকপোস্টের নো-ম্যান্স ল্যান্ডে ভারত-বাংলাদেশের বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত মনোজ্ঞ রিট্রেট শিরোমণি অনুষ্ঠান উপভোগ করবেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব জানান, বেনাপোল দিয়ে স্বাভাবিক সময়ে প্রতিদিন সাত হাজার পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন। এই গেট উদ্বোধন হলে আমাদের কাজও সহজ হয়ে যাবে। আমরা সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি।

যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মেহেদী হাসান কুতুব জানান, বেনাপোল ইমিগ্রেশনে ই-গেট উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এই গেট উদ্বোধন হওয়ার পর পাসপোর্ট যাত্রীরা দ্রুত সময়ের মধ্যে কোনোরকম ঝামেলা ছাড়াই ভারতে যেতে পারবেন। দালালদের দৌরাত্ম্যও থাকবে না।

এদিকে, বেনাপোলে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে শার্শায় প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ বিকালে শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।


এ বিভাগের অন্যান্য সংবাদ