দোলযাত্রা বা দোল পূর্ণিমা ও পবিত্র শবে বরাত উপলক্ষে ভারত ও বাংলাদেশে সরকারি ছুটি থাকায় মঙ্গল ও বুধবার দুই দিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বন্দর খোলা থাকলেও শুক্র ও শনিবার সরকারি ছুটি। সব মিলিয়ে চার দিন বন্ধের কবলে পড়ছে বেনাপোল।
পরপর বন্ধের কারণে মঙ্গলবার সকাল থেকে পণ্যবাহী ট্রাকজট দেখা দিয়েছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান, ভারতে হোলি উৎসবের সরকারি ছুটি ও বাংলাদেশে পবিত্র শবে বরাত উপলক্ষে মঙ্গল ও বুধবার দুই দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্য পরিবহন বন্ধ থাকবে। তবে মঙ্গলবার আমদানি রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কার্যক্রম চলবে। বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াও স্বাভাবিক থাকবে। পাসপোর্টযাত্রী পারাপার থাকবে সচল।
বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে বলে জানান দুই পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ। রোববার পুরোদমে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।