বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মে ৮, ২০২৪
বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম: ইসি সচিব

উপজেলা নির্বাচনের প্রথম ধাপে দুপুর ১২ টা পর্যন্ত ভোটের হার ১৫ থেকে ২০ শতাংশ, জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম। বুধবার (৮ মে) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ঝড় বৃষ্টিসহ বৈরী আবহাওয়ার কারণে কমিশনের প্রত্যাশার চেয়ে কিছুটা কম ভোট পড়েছে। তবে দুইটা থেকে চারটার মধ্যে কেন্দ্রে ভোটার বাড়বে বলে প্রত্যাশা কমিশনের।

দাবি করেন, ইভিএমে কোনো সমস্যা হয়নি। দুপুর ১২ টা পর্যন্ত নির্বিঘ্নে ভোট হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। অনিয়মের কারণে খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলায় একটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে। এছাড়া দুই এক জায়গায় বিচ্ছিন্নভাবে বিশৃঙ্খলা হয়েছে। মাদারীপুরের ঘটনা ভোট কেন্দ্রের বাইরে ঘটেছে বলেও দাবি করেন ইসি সচিব জাহাংগীর আলম।

তিনি বলেন, বগুড়ায় অবৈধভাবে ভোট দেয়ায় একজন প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। আর দু’এক জায়গায় যে ঘটনা ঘটেছে, তাতে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ভোটকেন্দ্রের বাইরে কোনো ঘটনা ঘটলে তা আমাদের কাছে রিপোর্ট হয় না।

ইসি সচিব আরও বলেন, সকালে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায়, চরাঞ্চলে ঝড়ের কারণে রাতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। দুপুর পর্যন্ত আমরা যেমন প্রত্যাশা করেছি, ভোট তার চেয়ে কিছু কম পড়েছে।

সচিব জানান, দুপুর ২টা থেকে চারটা পর্যন্ত ভোট বেশি পড়ে। ভোট শেষে প্রকৃত চিত্র জানানো যাবে। আমরা শঙ্কা করেছিলাম ইভিএম হয়তো ঠিকমতো কাজ করবে না। কিন্তু আল্লাহর রহমতে ভালোভাবে কাজ করছে। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ