শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত, জানালেন অবসরপ্রাপ্ত সেনারা জাতীয় ঐক্যের ডাক দেশের রাজনীতিতে বড় উদাহরণ এক দল থেকে আরেক দলে ‘ডিগবাজি’ বন্ধে নীতিগত সিদ্ধান্ত সিরিয়ায় গৃহযুদ্ধে ১৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা সিরিয়ায় আরও এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে সামরিক আইনের জন্য ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বেলারুশে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা পুতিনের ইসরায়েলের হামলায় গাজায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত গ্লোবাল সুপার লীগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ৮৬৬ ম্যাচ খেলে প্রথমবার ২ ম্যাচের নিষেধাজ্ঞা নয়ারের এমএলএস ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মেসি সেভেন সিস্টার্স, হিন্দু ও পাকিস্তান নিয়ে চিন্তিত কেন ভারত? শীতের তাণ্ডব, তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রিতে মুসলিম বলেই বসবাস করতে দেবেন না হিন্দুরা ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, শনাক্ত ১৮৬

ব্যবধান গড়ে দিয়েছেন দিয়াস

স্পোর্টস ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৪
ব্যবধান গড়ে দিয়েছেন দিয়াস

গত ডিসেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঝমাঠ থেকে একক চেষ্টায় ড্রিবলিং আর গতির মিশেলে গোল করে লিওনেল মেসির কথা মনে করিয়ে দিয়েছিলেন দিয়াস। গতকাল মাঝমাঠ থেকে দৌড়াতে হয়নি, কিন্তু চ্যাম্পিয়নস লিগে লাইপজিগকে হারানো গোলটি মেসির কথাই আবার মনে করিয়ে দিল।

গোলশূন্য প্রথমার্ধে স্বাগতিক লাইপজিগই এগিয়েছিল। দুইদিন আগে জিরোনার বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার ক্লান্তি হয়তো গতকাল মাদ্রিদকে নিষ্প্রাণ করে রেখেছিল। প্রথমার্ধের শুরুতেই গোলও পেয়ে গিয়েছিল লাইপজিগ। কিন্তু অফসাইডের যে সিদ্ধান্তে তা বাতিল হলো, সে অফসাইড না দিলেও পারতেন লাইনসম্যান। এরপরও বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লাইপজিগ।

জিরোনা ম্যাচে চোট পেয়েছেন এ মৌসুমে মাদ্রিদের সর্বোচ্চ স্কোরার জুড বেলিংহাম। তাঁর বদলে একাদশে জায়গা পেয়েছিলেন দিয়াস। কিন্তু ভিনিসিয়ুস ও রদ্রিগোর সঙ্গে বেলিংহামের রসায়ন দিয়াস সৃষ্টি করতে পারছিলেন না। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে সেই দিয়াসই ব্যবধান গড়ে দিয়েছেন।

ডান প্রান্তে বল পেয়ে ভেতরে ঢুকে পড়েন দিয়াস। তাঁকে ট্যাকল করার চেষ্টাকে পাত্তা না দিয়ে শরীরের মোচড়ে ছিটকে দেন দাভিদ রমকে, এরপর ড্রিবলিং করে দুজনকে কাটিয়ে বক্সের সামনে গিয়ে বাঁকানো এক শট নেন। দূরের পোস্ট ঘেঁষা সে শট ঠেকানোর সুযোগ ছিল না গোলকিপারের।

৭০ মিনিটে দিয়াস আরেকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন। তাঁর পাস থেকে বল পেয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে আলতো করে নেওয়া শটে গোলকিপারকে বোকা বানিয়েওছিলেন ভিনিসিয়ুস। কিন্তু তাঁর শট পোস্টে লেগে ফেরে।

তারপরও ম্যাচে ফেরার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল লাইপজিগ। কিন্তু আন্দ্রি লুনিন ব্যর্থ করে দেন সব প্রচেষ্টা। শেষ দিকে দুটো দুর্দান্ত সেভ করেছেন মাদ্রিদ গোলকিপার।
ম্যাচ শেষ হওয়ার আগেই অবশ্য দুঃসংবাদ পেয়েছে মাদ্রিদ। বেলিংহামের চোটে সুযোগ পাওয়া দিয়াস নিজেও কাল চোট নিয়ে মাঠ ছেড়েছেন। আগামী দুই সপ্তাহ মাদ্রিদ একাদশ সাজানো নিয়ে চিন্তায় পড়তে হবে কোচ কার্লো আনচেলত্তিকে।


এ বিভাগের অন্যান্য সংবাদ