মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে বেইমানি করা যাবে না’ নরেন্দ্র মোদী পুণ্যস্নান করলেন ত্রিবেণী সঙ্গমে ‘দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে’ চার প্রদেশ ও নতুন দুই বিভাগের প্রস্তাব সংস্কার কমিশনের অনির্বাচিত সরকার কখনো নিরাপদ না: জামায়াতের নায়েবে আমির আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল সরে দাঁড়িয়েছেন মেয়েদের জাতীয় দলের প্রধান কোচ থানায় হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা হত্যা মামলায় শাহজাহান ওমরসহ তিনজন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে গাজা উপত্যকা: ট্রাম্প সুইডেনে স্কুলে গুলি, নিহত ১০ তাপমাত্রার সাথে বাড়বে কুয়াশার দাপট উত্তরবঙ্গের সব পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা সবাই খালাস

ব্যর্থতার মধ্যেও উন্নতি দেখছেন বিসিবি সভাপতি

রিপোর্টারের নাম :
আপডেট : জুন ২৭, ২০২২
ব্যর্থতার মধ্যেও উন্নতি দেখছেন বিসিবি সভাপতি

অ্যান্টিগায় প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের সামনে স্রেফ উড়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। ব্যাটিং ব্যর্থতায় দুই টেস্টেই হার মানতে হচ্ছে সাকিব-তামিমদের। তবে এত ব্যর্থতার মধ্যেও উন্নতি দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবিপ্রধান মনে করেন, গেল সফরের চেয়ে এবার ভালোই করছে বাংলাদেশ।

এর আগের সফরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। এবার অলআউট হয় ১০৩ রানে। বিসিবি সভাপতি টানেন সেই প্রসঙ্গ।

ঢাকা প্রিমিয়ার লিগসহ অন্যান্য লিগের জমে থাকা বেশ কয়েক বছরের ট্রফি প্রদান অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সামনে বিসিবিপ্রধান বলেছেন, ‘আমাদের দল ওয়েস্ট ইন্ডিজে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল হেরে গেলে দলের খুব খারাপ অবস্থা, এটায় কিন্তু আমি একমত নই। সারাজীবন তো হেরেই আসছি! বরং প্রথম টেস্টের কথা যদি বলি, শেষবার যখন গিয়েছি ২০১৮-তে, তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। অবশ্যই এটা আমার কাছে একটা উন্নতি।’

সেই সঙ্গে টেস্টে বাংলাদেশ যে দুর্বল দল সেটাও মেনে নিলেন বিসিসিপ্রধান, ‘আমাদের সবচেয়ে দুর্বল দিক এখনও টেস্ট। সত্যি বলতে, টি-টোয়েন্টিতেও আমরা আহামরি কোনো দল নই। তবে অনেক দেশ, যারা এখন অনেক অনেক ভালো করছে টেস্টে, তাদের ইতিহাস যদি দেখেন, ২০-২২ বছরে তাদের পারফরম্যান্সও ভালো ছিল না। আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি। তার মানে সবগুলি যে জিতে যাব, তা নয়। আমরা কয়েকটি টেস্ট ম্যাচ জিতেছি দেশের মাঠে, শক্তিশালি দলের সঙ্গে। এটা একটা উন্নতি। বিদেশে গিয়েও যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি। কিন্তু তাই বলে আপনারা যদি মনে করেন, অলরেডি আমরা ভালো দল হয়ে গেছি, প্রশ্নই আসে না। এখনও অনেক পথ যেতে হবে টেস্টে। সেটা নিয়ে আমরা কাজ করছি।’


এ বিভাগের অন্যান্য সংবাদ