সময়টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট কাপ্তান মুমিনুল হকের। মাঠে বাজে ব্যাটিং, আর মিডিয়াতে বিতর্কিত বক্তব্যে নিজেকে হারিয়ে ফেলছেন তিনি। মুমিনুলের এমন অফ ফর্ম প্রশ্ন তুলেছে তার অধিনায়কত্ব নিয়ে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছে, ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে অধিনায়কের পদ ছাড়বেন কিনা তা নিয়ে আলোচনা করবেন বোর্ড সভাপতি।
সোমবার (৩০ মে) গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘আমার মনে হয় অধিনায়কত্ব একটা বাড়তি চাপ। অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না, তখন কারও পরামর্শ চাইতে হয়তো ইতস্ততবোধ করছে। একটা হীনমন্যতা থাকতে পারে। তখন চাপটা বেশি হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে। কোনটা হলে ভালো হয় সে সিদ্ধান্ত নিলে ভালো।’
এ বিষয়ে মুমিনুল কি ভাবছে সেটা জানার জন্য তার সঙ্গে বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। খোলামেলা আলাপ করবেন মুমিনুলের চিন্তা জানার জন্য। বিসিবি মুমিনুলের উপর কিছু চাপিয়ে দিতে চাচ্ছে না এই মুহূর্তে। মুমিনুল কী চায় সেটির ওপরই ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত হবে। আইপিএলের ফাইনাল দেখতে ভারতে গিয়েছেন নাজমুল। দেশে ফিরলে হবে এই বৈঠক। জালাল বলেন, ‘মুমিনুলের সাথে শুধু আমরাই না, সভাপতি সাহেবও বসবেন। উনি বসেছিলেন, তার সাথে কথা হয়েছে। তার সাথে হয়তো আরেকটু কথা বলা বাকি আছে। উনি দেশের বাইরে বলে এই সময়ে সম্ভব হচ্ছে না। আসার পর বসবেন।’