সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেল বিমান জুলাই অভ্যুত্থান সফল না হলে হয়ত জেলে থাকতাম: ফারুকী ‘এখন নির্বাচনের পথে অগ্রসর হওয়ার সময়’ ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত’ বঙ্গভবনের দরবার হল থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি ছাত্র আন্দোলনের চেতনার সাথে ছিলাম: বাণিজ্য উপদেষ্টা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা স্থগিত হাতকড়া না পড়ানোর অনুরোধ শাজাহান খানের ছয় মাসের মাথায় ক্ষমতাচ্যুত হাইতির প্রধানমন্ত্রী লেবাননের পেজার বিস্ফোরণের দায় স্বীকার করল ইসরায়েল জলবায়ু সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা শাহজালাল বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য বিশেষ লাউঞ্জ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন তিনজন জনপ্রশাসন একাডেমি স্থাপনে ৭০০ একর বনভূমির বরাদ্দ বাতিল রাশিয়া ও উ. কোরিয়ার প্রতিরক্ষা চুক্তি আইনে পরিণত

ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদিকে দলে নিল নটিংহ্যাম ফরেস্ট

রিপোর্টারের নাম :
আপডেট : আগস্ট ৩০, ২০২২
ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদিকে দলে নিল নটিংহ্যাম ফরেস্ট

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে গতকাল ১৮তম চুক্তি সম্পন্ন করেছে প্রিমিয়ার লিগের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট। এবার তারা এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে এক মৌসুমের ধারে দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান লেফট-ব্যাক রেনান লোদিকে। দুই ক্লাবের পক্ষ থেকে চুক্তির এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৪ বছর বয়সী এই ডিফেন্ডার সম্প্রতি এ্যাথলেটিকোর সাথে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছে যা শেষ হবে ২০২৬ সালে। কিন্তু আরো বেশী করে ম্যাচ খেলার লক্ষ্যে প্রিমিয়ার লিগে নতুন উন্নীত নটিংহ্যাম ফরেস্টে পাড়ি জমালেন লোদি। বিশেষ করে নভেম্বর-ডিসেম্বরে আসন্ন কাতার বিশ^কাপে ব্রাজিল দলে নিজের জায়গা মজবুত করাই এখন এই ডিফেন্ডারের মূল লক্ষ্য।
ফরেস্টের ওয়েসবাইটে নতুন চুক্তি প্রসঙ্গে লোদি বলেছেন, ‘আমি ক্লাবের ইতিহাসে নিজের নাম লিখতে চাই। আমি চাই নটিংহ্যাম ইংল্যান্ডের শীর্ষ লিগ প্রিমিয়ার লিগে টিকে থাকুক। এটাই এই ক্লাবের সবচেয়ে বড় আকাঙ্খা। এছাড়া এই ক্লাবের মাধ্যমে আমি বিশ^কাপে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করতে চাই। ক্লাব আমার উপর পূর্ণ আস্থা দেখিয়েছে। এখন আমার পক্ষ থেকে তাদের কিছু ফিরিয়ে দেয়াটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ।’
ব্রাজিলের জাতীয় দলের জার্সি গায়ে এ পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন লোদি। এবারের মৌসুমে এখনো পর্যন্ত তার এ্যাথলেটিকোর হয়ে মাঠে নামা হয়নি। দিয়েগো সিমিওনের দলের হয়ে ২০২০-২১ মৌসুমে লা লিগা শিরোপা জিতেছেন লোদি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ম্যাচে তার গোলেই এ্যাথলেটিকো প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করেছিল।
প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম চার ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে ফরেস্ট টেবিলের ১৪তম স্থানে রয়েছে।


এ বিভাগের অন্যান্য সংবাদ