সোমবার, ১৬ জুন ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরান-ইসরায়েল সংঘাত: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ৬ দিনে যমুনা সেতুর টোল আদায় ১৬ কোটি ৭৯ লাখ টাকা আগামী একমাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে: আইন উপদেষ্টা ঈদে সড়কে ৩৯০ জন নিহত, দুর্ঘটনা বেড়েছে ২২ শতাংশ ‘লন্ডন বৈঠকের পর দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে’ ‘লন্ডনের সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার ও ইসি যৌথভাবে কাজ শুরু করবে’ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা ক্লাব বিশ্বকাপে রেকর্ডগড়া জয় বায়ার্নের অ্যাতলেটিকোকে উড়িয়ে দিলো পিএসজি ইরানের সর্বশেষ হামলায় নিহত ৫, আহত ৯২: ইসরাইল তেহরানে বিপ্লবী গার্ড কমান্ড কেন্দ্রে হামলার দাবি ইসরাইলের গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৯ ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ দুই বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার আহ্বান জয়ার

ব্রাজিলের ক্লাবে যাচ্ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক
আপডেট : মে ২০, ২০২৫
অর্থের চেয়েও বড় বিষয় রোনালদোর জয়

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্কের ইতি টানার সম্ভাবনা দিন দিন জোরাল হচ্ছে। এক সময় ক্যারিয়ারের শেষ পর্যন্ত আল নাসরেই খেলার আগ্রহ প্রকাশ করা এই পর্তুগিজ মহাতারকা এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনায় পড়েছেন। সৌদি প্রো লিগে ব্যক্তিগত পারফরম্যান্সে সফল হলেও, দলীয় সাফল্য না পাওয়ায় ক্লাবটির প্রতি হতাশা তৈরি হয়েছে রোনালদোর মনে।

এই মৌসুমেও গোলের বন্যা বইয়ে দিয়েছেন রোনালদো। সৌদি লিগে সর্বোচ্চ গোলদাতা তিনি, আর গত মৌসুমেও পেয়েছেন গোল্ডেন বুট। তবে কোনো ট্রফির মুখ দেখেননি এখনো। এবারও শিরোপা জিতেছে আল ইত্তিহাদ, আর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালেই থেমে গেছে আল নাসরের পথচলা। লিগেও তাদের অবস্থান চতুর্থ, হাতে মাত্র দুটি ম্যাচ। নিশ্চিত হয়ে গেছে, আগামী মৌসুমে তারা খেলবে না ক্লাব বিশ্বকাপে বা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে।

চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। যদিও আল নাসর রোনালদোকে একটি নতুন, লোভনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে এবং শুরুতে রোনালদো আগ্রহও দেখিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সেই আলোচনা এখন স্থগিত। ফলে জোরালো হয়েছে তার ক্লাব ছাড়ার গুঞ্জন।

নতুন করে আলোচনায় এসেছে ব্রাজিল। স্প্যানিশ দৈনিক ‘মার্কা’ জানিয়েছে, ব্রাজিলের একটি শীর্ষ ক্লাব রোনালদোর কাছে প্রস্তাব পাঠিয়েছে। আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকে হাতিয়ার করে তারা রোনালদোকে দলে নিতে চায়। ব্রাজিল থেকে এবার ক্লাব বিশ্বকাপে সুযোগ পাচ্ছে বোতাফাগো, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স এবং পালমেইরাস—এই চারটি ক্লাবের যেকোনো একটি থেকে প্রস্তাব এসেছে বলেই ধারণা করা হচ্ছে।

তবে বাস্তবতা বলছে, রোনালদোর সেই বিশ্বকাপে অংশগ্রহণ খুব একটা সহজ হবে না। আল নাসরের সঙ্গে চুক্তি শেষ হবে ৩০ জুন, আর ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে যাবে ২৭ জুনেই। অর্থাৎ, যদি তার সম্ভাব্য নতুন দল গ্রুপ পর্ব পেরোয়, তবেই রোনালদো খেলতে পারবেন। এছাড়া তার বিপুল পরিমাণ পারিশ্রমিক দেওয়া ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পক্ষে কঠিন হয়ে যাবে, যদি না রোনালদো নিজেই আর্থিক ছাড় দেন।

রোনালদোর সম্ভাব্য আগমনের গুঞ্জনে মুখ খুলেছেন বোতাফাগোর কোচ রেনাতো পাইভা। তিনি বলেছেন,‘বড়দিন ডিসেম্বরে আসে, কিন্তু যদি রোনালদো আসে, তাকে কেউ না বলতে পারবে না। কোচ হিসেবে আমি চাই সেরাদের দলে পেতে। রোনালদো এখনো একজন গোলমেশিন, যেকোনো আক্রমণাত্মক দলের জন্য সে হতে পারে পার্থক্য গড়ে দেওয়া একজন খেলোয়াড়।’

সব মিলিয়ে, ৪০ বছর বয়সেও কি রোনালদো সৌদি আরব ছেড়ে নতুন গন্তব্যে পাড়ি জমাবেন না কি সৌদি তে থাকবে সেটি এখন সময়ের অপেক্ষা।


এ বিভাগের অন্যান্য সংবাদ