শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

ব্রাজিলে বলসনারোকে ক্ষমতায় রাখতে সেনাবাহিনীর প্রতি আহ্বান

রিপোর্টারের নাম :
আপডেট : নভেম্বর ৩, ২০২২
ব্রাজিলে বলসনারোকে ক্ষমতায় রাখতে সেনাবাহিনীর প্রতি আহ্বান

ব্রাজিলে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসনারোর হাজার হাজার সমর্থক তাকে ক্ষমতায় রাখতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজয়ের পর বুধবার তার সমর্থকরা এ আহ্বান জানান।
নির্বাচনের ফল ঘোষণার পর থেকে একেবারে নিশ্চুপ ছিলেন বলসনারো। কিন্তু মঙ্গলবার সে নীরবতা ভেঙে তিনি এক সংক্ষিপ্ত ভাষণ দেন। ভাষণে তিনি ফল মেনে নেয়া কিংবা পরাজয় স্বীকার কোনটাই করেন নি।
তবে তার চিফ অব স্টাফ জানিয়েছেন, প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন।
কিন্তু এর পর ল্যাটিন আমেরিকার এ দেশটির বিভিন্ন শহরে তার সমর্থকরা সামরিক স্থাপনার সামনে মিছিল করে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করার আহ্বান জানায়।
দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর সাও পাওলো’র সামরিক কার্যালয়ের সামনে বলসনারোর সমর্থকরা মিছিল করে এবং এখনি সামরিক হস্তক্ষেপের দাবি জানিয়ে শ্লোগান দেন।
এছাড়া রাজধানীসহ আরো কিছু গুরুত্পূর্ণ শহরে হাজার হাজার সমর্থক মিছিল করে এবং লুলার বিরুদ্ধে শ্লোগান দেন। তারা বলেন, ‘আমরা চোরের শাসন চাই না, লুলা তোমার স্থান কারাগারে।’
এদিকে দেশটিতে সড়ক অবরোধ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। নির্বাচনের ফল ঘোষণা হতেই ট্রাক চালকরা অবরোধ শুরু করে। তারা লুলাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে না চাওয়ার দাবি জানায়।
‘দ্য ন্যাশনাল ফনফেডারেশন অব ইন্ড্রাস্ট্রি’ সতর্ক করে বলেছে, সড়ক অবরোধ দ্রুত প্রত্যাহার করা না গেলে জ্বালানি ঘাটতির ঝুঁকি তীব্র হবে।
বামপন্থী লুলা ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। আগামী ১ জানুয়ারি থেকে তিনি তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন।


এ বিভাগের অন্যান্য সংবাদ