আর্থিকভাবে মোটেও স্বচ্ছল নয় বার্সেলোনা। তবু ফুটবলার কিনতে দৌড়ঝাঁপ শুরু করেছে তারা। গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে কমপক্ষে তিনজন খেলোয়াড় দলে ভেড়াতে চায় কাতালানরা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ইতোমধ্যে পছন্দের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু করেছে বার্সা। সেই তালিকায় আছে ব্রাজিলের উঠতি ফুটবলার ভিতর রোকুই, আর্জেন্টিনার রক্ষণসেনা হুয়ান ফোয়েত এবং স্পেনের ইনিগো মার্টিনেজ।
এ নিয়ে বিস্তারিত জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্ত। তারা দাবি করেছে, এ ত্রয়ীর সঙ্গে আলোচনায় অনেক এগিয়ে গেছে কাতালান জায়ান্টরা।
সম্প্রতি অনূর্ধ্ব-২০ ব্রাজিলের হয়ে লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছেন স্ট্রাইকার রোকুই। দেশে অ্যাথলেটিকো পারানায়েন্সের হয়ে খেলেন তিনি। মাঠে উইঙ্গার হিসেবেও ভূমিকা রাখতে পারেন। ৩৫ থেকে ৪০ মিলিয়ন ইউরোতে তাকে ডেরায় ভেড়াতে চাচ্ছে বার্সা।
আর্জেন্টাইন ফুলব্যাক ফোয়েতের দারুণ ভক্ত ব্লাউগ্রানা কোচ জাভি হার্নান্দেজ এবং তার স্টাফের সদস্যরা। ভিয়ারিয়ালের হয়ে স্প্যানিশ লিগে খেলেন ফোয়েত। তাকে পেতে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন তারা।
সেন্টার-ব্যাক মার্টিনেজের ব্যাপারেও ভীষণ আগ্রহী বার্সার কোচিং স্টাফ। অ্যাথলেটিকো বিলবাওয়ের পক্ষে লা লিগায় খেলেন তিনি।
আগামী জুন থেকে মুক্ত হয়ে পড়বেন ফোয়েত ও মার্টিনেজ। ফলে সবকিছু ঠিক থাকলে তাদের দলে টানতে পারবে বার্সা।