রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পেনশন স্কীমে ব্যাপক সাড়া, ৩দিনে ৪০ হাজার আবেদন, ২ কোটি টাকা জমা ডিজিটাল ব্যাংক স্থাপনে ৫২ আবেদন, উপযোগিতা নিয়ে প্রশ্ন প্রধান তিন দলের নেতাদের সঙ্গে বৈঠক, চীনের খপ্পড়ে বাংলাদেশ পড়েছে কি না প্রশ্ন দুই কংগ্রেস সদস্যের বাড়তি দর নিয়ন্ত্রণে পেঁয়াজ-কাঁচা মরিচের পর এবার ডিম আমদানির পরিকল্পনা ১৬ বছরে ১০ বার মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ১২ তৃণমূল থেকে ক্রীড়াবিদ তুলে আনার তাগিদ প্রধানমন্ত্রীর শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন যারা শেখ কামালের প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা শেখ কামালের জন্মদিনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী ‘বিএনপি চোরা পথে ক্ষমতায় যেতে চায়’ ‘১৫ই আগস্টের হত্যাকারীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে’ বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ, চালু হবে সেপ্টেম্বরে! সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বাড়ায় ঝুঁকির মুখে সামুদ্রিক প্রাণী লটারিতেই একাদশে ভর্তি, বেড়েছে রেজিস্ট্রেশন ফি জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে ৩ ভারতীয় সেনা নিহত

ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের ফুটবলার কিনছে বার্সা

রিপোর্টারের নাম :
আপডেট : মার্চ ৯, ২০২৩
ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেনের ফুটবলার কিনছে বার্সা

আর্থিকভাবে মোটেও স্বচ্ছল নয় বার্সেলোনা। তবু ফুটবলার কিনতে দৌড়ঝাঁপ শুরু করেছে তারা। গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে কমপক্ষে তিনজন খেলোয়াড় দলে ভেড়াতে চায় কাতালানরা। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইতোমধ্যে পছন্দের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু করেছে বার্সা। সেই তালিকায় আছে ব্রাজিলের উঠতি ফুটবলার ভিতর রোকুই, আর্জেন্টিনার রক্ষণসেনা হুয়ান ফোয়েত এবং স্পেনের ইনিগো মার্টিনেজ।

এ নিয়ে বিস্তারিত জানিয়েছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্ত। তারা দাবি করেছে, এ ত্রয়ীর সঙ্গে আলোচনায় অনেক এগিয়ে গেছে কাতালান জায়ান্টরা।

সম্প্রতি অনূর্ধ্ব-২০ ব্রাজিলের হয়ে লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছেন স্ট্রাইকার রোকুই। দেশে অ্যাথলেটিকো পারানায়েন্সের হয়ে খেলেন তিনি। মাঠে উইঙ্গার হিসেবেও ভূমিকা রাখতে পারেন। ৩৫ থেকে ৪০ মিলিয়ন ইউরোতে তাকে ডেরায় ভেড়াতে চাচ্ছে বার্সা।

আর্জেন্টাইন ফুলব্যাক ফোয়েতের দারুণ ভক্ত ব্লাউগ্রানা কোচ জাভি হার্নান্দেজ এবং তার স্টাফের সদস্যরা। ভিয়ারিয়ালের হয়ে স্প্যানিশ লিগে খেলেন ফোয়েত। তাকে পেতে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন তারা।

সেন্টার-ব্যাক মার্টিনেজের ব্যাপারেও ভীষণ আগ্রহী বার্সার কোচিং স্টাফ। অ্যাথলেটিকো বিলবাওয়ের পক্ষে লা লিগায় খেলেন তিনি।

আগামী জুন থেকে মুক্ত হয়ে পড়বেন ফোয়েত ও মার্টিনেজ। ফলে সবকিছু ঠিক থাকলে তাদের দলে টানতে পারবে বার্সা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য সংবাদ