বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়: প্রেস সচিব মানি লন্ডারিংয়ের মামলা থেকে খালাস পেলেন মামুন হিন্দু-মুসলমান দাঙ্গা সৃষ্টিতে উসকানিদাতার পক্ষে ভারত: ফারুক সংস্কার লাগবে, তবে বাকশালের মতো কিছু যেন না হয়: মঈন খান শেখ হাসিনার ‘বিদ্বেষমূলক’ বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা পার্শ্ববর্তী দেশের উসকানি গোটা জাতি ধরে ফেলেছে’ শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয়: আইজিপি ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল ফরাসি পার্লামেন্টে আস্থাভোটে মাক্রোঁপন্থি সরকারের পতন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আশঙ্কাজনকহারে নিম্নমুখী আসাদ বিরোধীদের হঠাৎ উত্থানে সংকটে সিরিয়া ইউক্রেনকে আরো শক্তিশালী করার সিদ্ধান্ত ন্যাটোভুক্ত দেশগুলোর ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

ব্রিকস সদস্য দেশগুলোতে এক দশকে বাড়বে লাখপতির সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২৪
ব্রিকস সদস্য দেশগুলোতে এক দশকে বাড়বে লাখপতির সংখ্যা

ব্রিকস সদস্য দেশগুলোতে আগামী এক দশকে বাড়বে লাখপতির সংখ্যা। ব্রিকসের দেশগুলো বিনিয়োগ উপযোগী সম্পদের পরিমাণ পৌঁছাবে ৪৫ লাখ কোটি ডলারে। ব্রিকসের সম্পদ নিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে হেনলি এন্ড পার্টনার্স।

বিনিয়োগ গবেষণার এই প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ব্রিকস সদস্যভুক্ত এই ১০ দেশের ১৬ লাখ মানুষের ১০ লাখ ডলারের ওপর বিনিয়োগ উপযোগী সম্পদ আছে। এরমধ্যে আছেন ৫শ’ বিলিওনিয়ারও। আগামী ১০ বছরে এই অঞ্চলে লাখপতির সংখ্যা ৮৫ শতাংশ পর্যন্ত বাড়বে বলেও জানানো হয় প্রতিবেদনে।

বিশ্বের মোট জনগোষ্ঠীর ৪৫ শতাংশই এই ব্লকে। পাশাপাশি মোট জিডিপি প্রবৃদ্ধির ৩৬ শতাংশ নির্ভর করছে এই অঞ্চলের ওপর। যেখানে শীর্ষ দেশগুলোর অর্থনীতির জোট জি সেভেনের ওপর নির্ভর করছে ৩০ শতাংশ। মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকা বা মেনা অঞ্চল হিসেবে পরিচিত অঞ্চলের দেশগুলোর ব্রিকস জোটে অংশগ্রহণ বাড়ায় আরও শক্তিশালী হচ্ছে এই ব্লকের অর্থনীতি।

বর্তমান এই জোটে সবচেয়ে বেশি ৮ লাখের ওপরে মিলিওনিয়ার রয়েছে চীনে। ভারতে রয়েছে ৩ লাখের ওপরে। আগামী ১০ বছরে এই দুই দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি বাড়বে লাখপতির সংখ্যাও। গেল ১ দশকে আবার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত আর ইথিওপিয়ার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্যহারে। পাশাপাশি বেড়েছে লাখপতির সংখ্যা। বিশ্ব অর্থনীতিতে এই জোট আগামী ১০ দশকে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে প্রতিবেদনে।

উদীয়মান অর্থনীতির দেশগুলো নিয়ে গঠিত জোট ব্রিকসে প্রাথমিক পর্যায়ে সদস্য ছিলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা। এখন সেই জোটে যুক্ত হয়েছে সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিশর ও সংযুক্ত আরব আমিরাত।


এ বিভাগের অন্যান্য সংবাদ