রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১৫ বছরে আস্থাহীনতায় রেমিট্যান্স পাঠাতে আগ্রহ কম ছিল প্রবাসীদের নিজ অবয়বে রূপ নিচ্ছেন দেবী দুর্গা শেরপুর ও ময়মনসিংহে বন্যার অবনতি, ৫ জেলায় জলাবদ্ধতা বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ভিয়েতনামের হ্যানয় শহর, ১০ নম্বরে ঢাকা গাজায় হামলার বর্ষপূর্তি কাল, বিশ্বজুড়ে যুদ্ধবিরোধী সমাবেশ ইরানে হামলার ঘোষণা নেতানিয়াহুর লেবাননে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের পাকিস্তানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা নিহত দেশের ৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস একইদিনে জয় আর্সেনাল, ম্যানসিটি ও লিভারপুলের ইংল্যান্ডের কাছে হার নিগারদের শেষ মুহূর্তের গোলে মায়ামির কষ্টার্জিত জয় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭ ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৯২৭ মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য বিমানবন্দরে হবে স্পেশাল লাউঞ্জ

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ২৫, ২০২২
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার শুভেচ্ছা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন তিনি।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মঙ্গলবার (২৫শে অক্টোবর) বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’ দেশটির শীর্ষ নেতৃত্বের অবস্থানে দক্ষিণ এশীয় ঐতিহ্যের একজন তরুণের আরোহণ তাকে আনন্দিত করেছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘ব্রিটিশ জনগণের সেবায় এবং বিশ্বব্যাপী শান্তির প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’

গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সহনশীল মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা শক্তিশালী হয়েছে। সর্বোপরি, যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসী ও ব্রিটিশ নাগরিকরা দুই দেশের উন্নয়নের জন্য অভিন্ন সম্পদ হিসেবে কাজ করছে।’

যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর প্রসঙ্গটি তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমাদের দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছা পোষণ করছি।’

সুনাকের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনার পাশাপাশি দেশটির জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ বিভাগের অন্যান্য সংবাদ