শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কখনও রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল ‘অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে’ আমিরাতে দুর্গাপূজার আয়োজনে বাঙালি হিন্দু কমিউনিটি শান্তিতে নোবেল পেল জাপানি প্রতিষ্ঠান নিহোন হিদাঙ্কিও স্বার্থান্বেষীদের ভূমিকা নিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান রিজভীর অতীতের গৌরব ফেরাতে সক্রিয় ছাত্রদল ডিমের মূল্য বৃদ্ধির পেছনে সিন্ডিকেটই মূল কারণ : প্রাণিসম্পদ উপদেষ্টা দীপ্ত টিভির সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫ দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ ফ্লোরিডায় হারিকেন মিলটনের আঘাতে ১৬ জনের মৃত্যু বৈরুতে ইসরায়েলি হামলায় অন্তত ২২ জন নিহত গাজায় ইসরায়েলি মেজরসহ ৩ সৈন্য নিহত চিলির মাঠে ব্রাজিলের কষ্টের জয় ভেনেজুয়েলার কাছে ধাক্কা খেল আর্জেন্টিনা

ব্রুনাই সুলতানের অজানা তথ্য

রিপোর্টারের নাম :
আপডেট : অক্টোবর ১৫, ২০২২
ব্রুনাই সুলতানের অজানা তথ্য

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহি আজ (১৫ই অক্টোবর) দুইদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন। বিশ্বের সবচেয়ে ধনী ও বিলাসী সুলতান হিসেবে তিনি সুপরিচিত।

এত ধনী একজন ব্যক্তির বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন জাগতেই পারে। তাহলে জেনে নেয়া যাক সুলতানের ১০টি অজানা তথ্য।

১. ব্রুনাইয়ের সুলতানের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২৮ বিলিয়ন মার্কিন ডলার। তার আয় ব্যয়ের মূল উৎস্যের মধ্যে তেল সম্পদ অন্যতম।

২. ১৯৬৭ সাল থেকে প্রায় ৫৫ বছর ব্রুনাই শাসন করে আসছেন সুলতান হাসানাল বলকিয়াহ। রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনিই দীর্ঘদিন ধরে কোনো একটি দেশের সিংহাসনে রয়েছেন।

৩. প্রতি সেকেন্ডে ব্রুনাইয়ের সুলতানের আয় ১০০ মার্কিন ডলার। তেল সম্পদ ও বিনিয়োগ থেকেই তার মূল আয়।

৪. সুলতানের প্রতি মাসে চুল কাটতে ব্যয় করেন ১৭ লাখ টাকা। প্রতি মাসে একবার লন্ডন থেকে নাপিত ব্রুনাই গিয়ে তার চুল কেটে আসেন।

৫. সুলতানের রাজপ্রাসাদের নাম ইস্তানা নুরুল ইমান প্যালেস। এখানে ১৭ হাজার ঘর, ২৫৭টি বাথরুম, পাঁচটি সুইমিং পুল, ১১০টি গ্যারেজ আছে। এটি বিশ্বের সবচেয়ে বড় রাজপ্রাসাদ যেটি ১.৪ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত।

৬. সুলতানের গাড়ির সংখ্যা বর্তমানে প্রায় সাত হাজার। এর মধ্যে প্রায় ৫০০ টি রোলস রয়েস গাড়ি রয়েছে। বিলাসবহুল গাড়ির তালিকায় কয়েকশ ফেরারি গাড়িও আছে তার।

৭. পাবলো পিকাসো ও পিয়ের-অগস্ত্য রেনোয়াঁর অরজিনাল শিল্পকর্ম সংগ্রহে রয়েছে সুলতানের।

৮. সুলতান হিসেবে ব্রুনাইয়ে তিনি খুব জনপ্রিয়। কারন সে দেশের কোনো নাগরিককে ট্যাক্স দিতে হয় না।

৯. ব্রুনাই সুলতান কোনো দেশ সফরে গেলে নিজস্ব জেট ও বোয়িং বিমান ব্যবহার করে থাকেন।

১০. সুলতান গান শুনতে পছন্দ করেন। ১৯৯৬ সালে তার ৫০তম জন্মদিন উপলক্ষে ব্রুনায়ে মাইকেল জ্যাকসনের কনসার্ট আয়োজন করেন। এজন্য মাইকেল জ্যাকসনকে তিনি দিয়েছিলেন ১৭ মিলিয়ন মার্কিন ডলার।


এ বিভাগের অন্যান্য সংবাদ