বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংস্কার করতে বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান পলক ও আতিকসহ ৪ জনের রিমান্ড সাবেক আইজিপি মামুনসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি উন্নয়নের নামে ডলার পাচার, বেড়েছে দাম কমেছে রিজার্ভ ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা স্কটল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম গাজার ধ্বংসস্তুপ থেকে পচাগলা ১২০ মরদেহ উদ্ধার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাক্ষাৎ ‘গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন করবে জার্মানি’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কোড নাম কী ছিল পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত বিশ্বকাপের দৌড়ে টিকে রইলো বাংলাদেশ

ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

আর্ন্তজাতিক ডেস্ক
আপডেট : ডিসেম্বর ৫, ২০২৪
ভারতকে এড়িয়ে চীনের সাথে নেপালের চুক্তি

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-বিআরআই নিয়ে চীনের সাথে একটি কাঠামোগত চুক্তি সই করেছে নেপাল। চারদিনের বেইজিং সফরে গিয়ে নতুন এই চুক্তিটি স্বাক্ষর করেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। সাত বছর আগে একটি প্রাথমিক চুক্তি সই হলেও কোনও অগ্রগতি না হওয়ায় এই নতুন চুক্তি প্রকল্প বাস্তবায়নের পথ প্রশস্ত করবে বলে প্রত্যাশা নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

বুধবার (চৌঠা ডিসেম্বর) নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ পোস্টে জানিয়েছে, নেপাল ও চীন বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার কাঠামো সই করেছে। তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে নেপালি প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি সোমবার থেকে বেইজিংয়ে চার দিনের সফরে রয়েছেন। জুলাই মাসে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। ঐতিহ্য ভেঙে তিনি প্রথম সফরের জন্য নয়াদিল্লিকে না বেছে, শি জিনপিংয়ের সাথে ঘনিষ্ঠতা এবং চুক্তি চূড়ান্ত করতে চীনকে অগ্রাধিকার দিয়েছেন। তবে এ চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

বুধবারের নতুন চুক্তি অনুযায়ী, উভয় দেশ প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা, যেমন সড়ক উন্নয়ন ও পরিবহন করিডর তৈরি এবং অর্থায়নের উপায় নিয়ে এগিয়ে যাবে। তবে ঋণ নিয়ে উদ্বেগ থাকায় নেপালের প্রধানমন্ত্রী ওলির জোট সরকারের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। যেকোনও ঋণনির্ভর প্রকল্পে আপত্তি জানিয়েছে নেপালি কংগ্রেস।

নেপাল ও চীনের এই চুক্তিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে ভারত।


এ বিভাগের অন্যান্য সংবাদ